আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৫৪১
আন্তর্জাতিক নং: ৩৫৪১
আল্লাহ তাআলা একশত রহমত সৃষ্টি করেছেন
৩৫৪১. কুতায়বা (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তাআলা একশ’ রহমত সৃষ্টি করেছেন। তিনি তাঁর সৃষ্টির মাঝে একটি রহমত রেখেছেন যদ্বারা তারা একে অন্যের প্রতি রহম করে থাকে। আর আল্লাহর কাছে রয়েছে নিরানব্বইটি রহমত।ইবনে মাজাহ,মুসলিম
এই বিষয়ে সালমান এবং জুন্দুব ইবনে আব্দুল্লাহ ইবনে সুফিয়ান আল-বাজালী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
এই বিষয়ে সালমান এবং জুন্দুব ইবনে আব্দুল্লাহ ইবনে সুফিয়ান আল-বাজালী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
باب خَلْقِ اللَّهِ مِائَةَ رَحْمَةٍ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " خَلَقَ اللَّهُ مِائَةَ رَحْمَةٍ فَوَضَعَ رَحْمَةً وَاحِدَةً بَيْنَ خَلْقِهِ يَتَرَاحَمُونَ بِهَا وَعِنْدَ اللَّهِ تِسْعَةٌ وَتِسْعُونَ رَحْمَةً " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ سَلْمَانَ وَجُنْدَبِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سُفْيَانَ الْبَجَلِيِّ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
হাদীস নং:৩৫৪২
আন্তর্জাতিক নং: ৩৫৪২
আল্লাহ তাআলা একশত রহমত সৃষ্টি করেছেন
৩৫৪২. কুতায়বা (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহর কাছে কি শাস্তি আছে তা যদি মু’মিনরা জানত তবে কেউ জান্নাতের ব্যাপারে আশা করত না, আর আল্লাহর কাছে কি রহমত আছে তা যদি কাফিররা জানত তবে কেউ জান্নাত থেকে নিরাশ হত না। বুখারি ও মুসলিম,
হাদীসটি হাসান। আলা ইবনে আব্দুর রহমান—তাঁর পিতা আব্দুর রহমান-আবু হুরায়রা (রাযিঃ) সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।
হাদীসটি হাসান। আলা ইবনে আব্দুর রহমান—তাঁর পিতা আব্দুর রহমান-আবু হুরায়রা (রাযিঃ) সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।
باب خَلْقِ اللَّهِ مِائَةَ رَحْمَةٍ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لَوْ يَعْلَمُ الْمُؤْمِنُ مَا عِنْدَ اللَّهِ مِنَ الْعُقُوبَةِ مَا طَمِعَ فِي الْجَنَّةِ أَحَدٌ وَلَوْ يَعْلَمُ الْكَافِرُ مَا عِنْدَ اللَّهِ مِنَ الرَّحْمَةِ مَا قَنَطَ مِنَ الْجَنَّةِ أَحَدٌ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ .
হাদীস নং:৩৫৪৩
আন্তর্জাতিক নং: ৩৫৪৩
আল্লাহ তাআলা একশত রহমত সৃষ্টি করেছেন
৩৫৪৩. কুতায়বা (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ যখন তাঁর সৃষ্টিসমূহ পয়দা করেন তখনই তাঁর হাতে লিখে রাখেনঃ আমার রহমত আমার ক্রোধের উপর প্রবল থাকবে।ইবনে মাজাহ, বুখারি ও মুসলিম
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
باب خَلْقِ اللَّهِ مِائَةَ رَحْمَةٍ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ اللَّهَ حِينَ خَلَقَ الْخَلْقَ كَتَبَ بِيَدِهِ عَلَى نَفْسِهِ إِنَّ رَحْمَتِي تَغْلِبُ غَضَبِي " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
হাদীস নং:৩৫৪৪
আন্তর্জাতিক নং: ৩৫৪৪
আল্লাহ তাআলা একশত রহমত সৃষ্টি করেছেন
৩৫৪৪. মুহাম্মাদ ইবনে আবু ছালজ (রাহঃ) ...... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, একদিন নবী (ﷺ) মসজিদে এসে প্রবেশ করলেন। তখন সেখানে এক ব্যক্তি নামায শেষ করে দুআ করছিল। সে তার দুআয় বলছিলঃ
اللَّهُمَّ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الْمَنَّانُ بَدِيعُ السَّمَوَاتِ وَالأَرْضِ ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ
″হে আল্লাহ! আল্লাহ ছাড়া ইলাহ নেই। তুমিই তো অনুগ্রহদাতা। আকাশমন্ডলির ও পৃথিবীর উপমাহীন সৃষ্টিকর্তা, প্রতাপশালী ও মর্যাদাবান।″
নবী (ﷺ) বলেছেনঃ তোমরা কি জান, সে কিসের ওসীলায় দুআ করেছে? এতো আল্লাহ তাআলার ইসমে আযমের মাধ্যমে দুআ করেছে। এর ওসীলায় দুআ করলে অবশ্যই তা কবুল করা হয়, যাচঞা করা হলে অবশ্যই প্রদান করা হয়।ইবনে মাজাহ
হাদীসটি এই সূত্রে গারীব। এই হাদীসটি অন্য সূত্রেও আনাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে।
اللَّهُمَّ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الْمَنَّانُ بَدِيعُ السَّمَوَاتِ وَالأَرْضِ ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ
″হে আল্লাহ! আল্লাহ ছাড়া ইলাহ নেই। তুমিই তো অনুগ্রহদাতা। আকাশমন্ডলির ও পৃথিবীর উপমাহীন সৃষ্টিকর্তা, প্রতাপশালী ও মর্যাদাবান।″
নবী (ﷺ) বলেছেনঃ তোমরা কি জান, সে কিসের ওসীলায় দুআ করেছে? এতো আল্লাহ তাআলার ইসমে আযমের মাধ্যমে দুআ করেছে। এর ওসীলায় দুআ করলে অবশ্যই তা কবুল করা হয়, যাচঞা করা হলে অবশ্যই প্রদান করা হয়।ইবনে মাজাহ
হাদীসটি এই সূত্রে গারীব। এই হাদীসটি অন্য সূত্রেও আনাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে।
باب خَلْقِ اللَّهِ مِائَةَ رَحْمَةٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الثَّلْجِ، - رَجُلٌ مِنْ أَهْلِ بَغْدَادَ أَبُو عَبْدِ اللَّهِ صَاحِبُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ زَرْبِيٍّ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، وَثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَسْجِدَ وَرَجُلٌ قَدْ صَلَّى وَهُوَ يَدْعُو وَيَقُولُ فِي دُعَائِهِ اللَّهُمَّ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الْمَنَّانُ بَدِيعُ السَّمَوَاتِ وَالأَرْضِ ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " تَدْرُونَ بِمَ دَعَا اللَّهَ دَعَا اللَّهَ بِاسْمِهِ الأَعْظَمِ الَّذِي إِذَا دُعِيَ بِهِ أَجَابَ وَإِذَا سُئِلَ بِهِ أَعْطَى " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ ثَابِتٍ عَنْ أَنَسٍ . وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ عَنْ أَنَسٍ .

তাহকীক:
তাহকীক চলমান