আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪৬. কুরআনের তাফসীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৩১৯
আন্তর্জাতিক নং: ৩৩১৯
সূরা নূন ওয়াল-কালাম
৩৩১৯. ইয়াহয়া ইবনে মুসা (রাহঃ) ......... আব্দুল ওয়াহিদ ইবনে সুলায়ম (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একবার আমি মক্কায় এলাম এবং আতা ইবনে আবী রাবাহ (রাহঃ) এর সঙ্গে সাক্ষাত করে বললামঃ হে আবু মুহাম্মাদ! আমাদের এখানে কিছু লোক তাকদীর বিষয়ে নানা কথা বলে থাকে।
তখন আতা (রাহঃ) বলেনঃ ওয়ালীদ ইবনে উবাদা ইবনুস সামিত-এর সঙ্গে আমার সাক্ষাত হয়েছে। তিনি বললেনঃ তার পিতা উবাদা ইবনে সামিত (রাযিঃ) বর্ণনা করেছেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছেন। আল্লাহ তাআলা সবার আগে সৃষ্টি করেছেন কলম। তার পর তিনি সেটিকে লিখতে হুকুম করলেন। সেটি অনন্তকাল অবধি যা ঘটবে, সব কিছুই লিখে নিল। হাদীসটিতে আরো ঘটনা আছে।
তখন আতা (রাহঃ) বলেনঃ ওয়ালীদ ইবনে উবাদা ইবনুস সামিত-এর সঙ্গে আমার সাক্ষাত হয়েছে। তিনি বললেনঃ তার পিতা উবাদা ইবনে সামিত (রাযিঃ) বর্ণনা করেছেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছেন। আল্লাহ তাআলা সবার আগে সৃষ্টি করেছেন কলম। তার পর তিনি সেটিকে লিখতে হুকুম করলেন। সেটি অনন্তকাল অবধি যা ঘটবে, সব কিছুই লিখে নিল। হাদীসটিতে আরো ঘটনা আছে।
بَاب وَمِنْ سُورَةِ ن
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ سُلَيْمٍ، قَالَ قَدِمْتُ مَكَّةَ فَلَقِيتُ عَطَاءَ بْنَ أَبِي رَبَاحٍ فَقُلْتُ لَهُ يَا أَبَا مُحَمَّدٍ إِنَّ أُنَاسًا عِنْدَنَا يَقُولُونَ فِي الْقَدَرِ . فَقَالَ عَطَاءٌ لَقِيتُ الْوَلِيدَ بْنَ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ أَوَّلَ مَا خَلَقَ اللَّهُ الْقَلَمَ فَقَالَ لَهُ اكْتُبْ فَجَرَى بِمَا هُوَ كَائِنٌ إِلَى الأَبَدِ " . وَفِي الْحَدِيثِ قِصَّةٌ . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . وَفِيهِ عَنِ ابْنِ عَبَّاسٍ .

তাহকীক:
তাহকীক চলমান