আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪২. অনুমতি প্রার্থনা ও বিবিধ শিষ্টাচারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৬৯২
আন্তর্জাতিক নং: ২৬৯২
সালামের জবাব।
২৬৯২. ইসহাক ইবনে মনসুর (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি মসজিদে নববীতে এসে প্রবেশ করল। পরে এসে তাঁকে সালাম করল। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ ওয়া আলাইকা (তোমার উপরও শান্তি বর্ষিত হোক) ফিরে যাও। আবার নামায আদায় কর। কারণ, তোমার তো নামায আদায় হয়নি। তারপর তিনি শেষ পর্যন্ত পূর্ণ হাদীসটির বর্ণনা করেন। -ইবনে মাজাহ, বুখারী ও মুসলিম
হাদীসটি হাসান। ইয়াহয়া ইবনে সাঈদ কাত্তান (রাহঃ) এই হাদীসটি উবাইদুল্লাহ্ ইবনে উমর ......... সাঈদ আল-মাকবুরী (রাহঃ) সূত্রে বর্ণনা করেছেন। এতে তিনি (সাঈদ আল-মাকবুরী (রাহঃ) -এর উর্দ্ধে) তাঁর পিতা -আবু হুরায়রা (রাযিঃ)-এর উল্লেখ করেছেন। ইয়াহয়া ইবনে সাঈদ (রাহঃ) এর হাদীসটি অধিক সহীহ।
হাদীসটি হাসান। ইয়াহয়া ইবনে সাঈদ কাত্তান (রাহঃ) এই হাদীসটি উবাইদুল্লাহ্ ইবনে উমর ......... সাঈদ আল-মাকবুরী (রাহঃ) সূত্রে বর্ণনা করেছেন। এতে তিনি (সাঈদ আল-মাকবুরী (রাহঃ) -এর উর্দ্ধে) তাঁর পিতা -আবু হুরায়রা (রাযিঃ)-এর উল্লেখ করেছেন। ইয়াহয়া ইবনে সাঈদ (রাহঃ) এর হাদীসটি অধিক সহীহ।
باب مَا جَاءَ كَيْفَ رَدُّ السَّلاَمِ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ دَخَلَ رَجُلٌ الْمَسْجِدَ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَالِسٌ فِي نَاحِيَةِ الْمَسْجِدِ فَصَلَّى ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَيْهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَعَلَيْكَ ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ " . فَذَكَرَ الْحَدِيثَ بِطُولِهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَرَوَى يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ هَذَا عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ فَقَالَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَلَمْ يَذْكُرْ فِيهِ فَسَلَّمَ عَلَيْهِ وَقَالَ " وَعَلَيْكَ " . قَالَ وَحَدِيثُ يَحْيَى بْنِ سَعِيدٍ أَصَحُّ .