আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

الجامع الكبير للترمذي

২৪. পোশাক-পরিচ্ছদের বিধান - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৭৬৭
আন্তর্জাতিক নং: ১৭৬৭
পোশাক-পরিচ্ছদের বিধান
নতুন কাপড় পরিধানের দুআ প্রসঙ্গে।
১৭৭৩। সুওয়ায় ইবনে নসর (রাহঃ) ......... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন নতুন কাপড় বানাতেন তখন এটির নাম নিতেন। যেমন, পাগড়ী বা কামীস বা চাদর, এরপর বলতেনঃ

اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ أَسْأَلُكَ خَيْرَهُ وَخَيْرَ مَا صُنِعَ لَهُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ

হে আল্লাহ তোমার সকল প্রশংসা। তুমি আমাকে এটি পরিধান করিয়েছ। আমি তোমার কাছে এর কল্যাণ এবং যে জন্য এটিকে তৈরী করা হয়েছে সে মঙ্গল চাই। আর এর অমঙ্গল এবং যে জন্য এটিকে তৈরী করা হয়েছে সে অকল্যাণ থেকে তোমার কাছে পানাহ চাই।

এই বিষয়ে উমর ও ইবনে উমর (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে।

হিশাম ইবনে ইউনুস আল-কুফী (রাহঃ) ......... জুরায়রী (রাহঃ) থেকেও অনূরূপ বর্ণিত আছে। এই হাদীসটি হাসান
أبواب اللباس عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا يَقُولُ إِذَا لَبِسَ ثَوْبًا جَدِيدًا
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا اسْتَجَدَّ ثَوْبًا سَمَّاهُ بِاسْمِهِ عِمَامَةً أَوْ قَمِيصًا أَوْ رِدَاءً ثُمَّ يَقُولُ " اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ أَسْأَلُكَ خَيْرَهُ وَخَيْرَ مَا صُنِعَ لَهُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عُمَرَ وَابْنِ عُمَرَ .
حَدَّثَنَا هِشَامُ بْنُ يُونُسَ الْكُوفِيُّ، حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ مَالِكٍ الْمُزَنِيُّ، عَنِ الْجُرَيْرِيِّ، نَحْوَهُ. عَنْ عُمَرَ وَابْنِ عُمر - حدثنا هشام بن يونس الكُوفِيُّ - حَدَّثَنَا الْقَاسِمِ بْنَ مَالِكِ الْمُزْنِي عَنِ الْجُرَيْرِي نَحْوَهُ ، وَهُذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ .