আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
১৫. শাসনকার্য পরিচালনা ও আদালত-বিচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৩৬৮
আন্তর্জাতিক নং: ১৩৬৮
শুফ’আ বা প্রিয়ামশান।
১৩৭২. আলী ইবনে হুজর (রাহঃ) ..... সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বাড়ীর প্রতিবেশী সেই বাড়ীর অধিক হকদার।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই বিষয়ে শারীদ, আবু রাফি ও আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। সামুরা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। ঈসা ইবনে ইউনুস এটিকে সাঈদ ইবনে আবী অরূবা - কাতাদা - আনাস (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। সাঈদ ইবনে আবী আরূবা কাতাদা-হাসান-সামুরা (রাযিঃ) সূত্রে-নবী (ﷺ) থেকেও বর্ণিত রয়েছে। আলেমদের নিকট হাসান-সামুরা (রাযিঃ) বর্ণিত হাদীসটি সহীহ। কাতাদা-আনাস (রাযিঃ) বর্ণিত রিওয়ায়াতটি সম্পর্কে ঈসা ইবনে ইউনুস (রাহঃ)-এ সূত্র ছাড়া আমরা কিছু জানি না। আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান তাইফী- আমর ইবনে শারীদ-তার পিতা শারীদ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে এই বিষয়ে বর্ণিত হাদীসটি হাসান। ইবরাহীম ইবনে মায়সারা এটিকে আমর ইবনে শারীদ- আবু রাফি সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। আমি মুহাম্মাদ বুখারী (রাহঃ) কে বলতে শুনেছি যে, আমার মতে দুইটি রিওয়ায়াতই সহীহ।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই বিষয়ে শারীদ, আবু রাফি ও আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। সামুরা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। ঈসা ইবনে ইউনুস এটিকে সাঈদ ইবনে আবী অরূবা - কাতাদা - আনাস (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। সাঈদ ইবনে আবী আরূবা কাতাদা-হাসান-সামুরা (রাযিঃ) সূত্রে-নবী (ﷺ) থেকেও বর্ণিত রয়েছে। আলেমদের নিকট হাসান-সামুরা (রাযিঃ) বর্ণিত হাদীসটি সহীহ। কাতাদা-আনাস (রাযিঃ) বর্ণিত রিওয়ায়াতটি সম্পর্কে ঈসা ইবনে ইউনুস (রাহঃ)-এ সূত্র ছাড়া আমরা কিছু জানি না। আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান তাইফী- আমর ইবনে শারীদ-তার পিতা শারীদ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে এই বিষয়ে বর্ণিত হাদীসটি হাসান। ইবরাহীম ইবনে মায়সারা এটিকে আমর ইবনে শারীদ- আবু রাফি সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। আমি মুহাম্মাদ বুখারী (রাহঃ) কে বলতে শুনেছি যে, আমার মতে দুইটি রিওয়ায়াতই সহীহ।
باب مَا جَاءَ فِي الشُّفْعَةِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " جَارُ الدَّارِ أَحَقُّ بِالدَّارِ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ الشَّرِيدِ وَأَبِي رَافِعٍ وَأَنَسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ سَمُرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَرَوَى عِيسَى بْنُ يُونُسَ عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ . وَرُوِيَ عَنْ سَعِيدٍ عَنْ قَتَادَةَ عَنِ الْحَسَنِ عَنْ سَمُرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَالصَّحِيحُ عِنْدَ أَهْلِ الْعِلْمِ حَدِيثُ الْحَسَنِ عَنْ سَمُرَةَ وَلاَ نَعْرِفُ حَدِيثَ قَتَادَةَ عَنْ أَنَسٍ إِلاَّ مِنْ حَدِيثِ عِيسَى بْنِ يُونُسَ . وَحَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الطَّائِفِيِّ عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي هَذَا الْبَابِ هُوَ حَدِيثٌ حَسَنٌ . وَرَوَى إِبْرَاهِيمُ بْنُ مَيْسَرَةَ عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ عَنْ أَبِي رَافِعٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . قَالَ سَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ كِلاَ الْحَدِيثَيْنِ عِنْدِي صَحِيحٌ .

তাহকীক:
তাহকীক চলমান