আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
১২. দুগ্ধপান ইত্যাদি সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১১৬৪
আন্তর্জাতিক নং: ১১৬৪
পশ্চাৎ দ্বার দিয়ে স্ত্রী গমন হারাম।
১১৬৫. আহমদ ইবনে মানী’ ও হান্নাদ (রাহঃ) ....... আলী ইবনে তা’লক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক বেদুঈন রাসূলুল্লাহ্ (ﷺ) এর কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমাদের কেউ কেউ তো মাঠে-মায়দানে অবস্থান করে। কারো কারো তখন পশ্চাৎদ্বার দিয়ে কিছু বায়ূ নিঃস্বরণ হয়। অথচ পানিও সেখানে খুবই কম। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, তোমদের কারো যদি বায়ূ নিঃস্বরণ হয় তবে সে যেন উযু করে নেয়। আর তোমরা পশ্চাৎদ্বার দিয়ে স্ত্রী গমন করবে না। আল্লাহ্ তো হক কথায় লজ্জাবোধ করেন না।
এই বিষয়ে উমর, খুযায়মা ইবনে ছাবিত, ইবনে আব্বাস ও আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আলী ইবনে তা’লক (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। মুহাম্মাদ বুখারী (রাহঃ) কে বলতে শুনেছি যে, এই একটি হাদীস ভিন্ন আলী ইবনে তা’লকের বরাতে নবী (ﷺ) থেকে আর কোন হাদীস বর্ণিত আছে বলে আমরা জানি না। আর এটি তা’লক ইবনে আলী সুহায়মী (রাযিঃ) এর হাদীস বলেও আমাদের জনা নেই। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এতে বুঝা যায় যে, ইমাম বুখারী (রাহঃ) তাঁকে সাহাবীদের অপর কোন জন বলে মনে করেছেন।
এই বিষয়ে উমর, খুযায়মা ইবনে ছাবিত, ইবনে আব্বাস ও আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আলী ইবনে তা’লক (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। মুহাম্মাদ বুখারী (রাহঃ) কে বলতে শুনেছি যে, এই একটি হাদীস ভিন্ন আলী ইবনে তা’লকের বরাতে নবী (ﷺ) থেকে আর কোন হাদীস বর্ণিত আছে বলে আমরা জানি না। আর এটি তা’লক ইবনে আলী সুহায়মী (রাযিঃ) এর হাদীস বলেও আমাদের জনা নেই। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এতে বুঝা যায় যে, ইমাম বুখারী (রাহঃ) তাঁকে সাহাবীদের অপর কোন জন বলে মনে করেছেন।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ إِتْيَانِ النِّسَاءِ فِي أَدْبَارِهِنَّ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، وَهَنَّادٌ، قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ عِيسَى بْنِ حِطَّانَ، عَنْ مُسْلِمِ بْنِ سَلاَّمٍ، عَنْ عَلِيِّ بْنِ طَلْقٍ، قَالَ أَتَى أَعْرَابِيٌّ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ الرَّجُلُ مِنَّا يَكُونُ فِي الْفَلاَةِ فَتَكُونُ مِنْهُ الرُّوَيْحَةُ وَيَكُونُ فِي الْمَاءِ قِلَّةٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا فَسَا أَحَدُكُمْ فَلْيَتَوَضَّأْ وَلاَ تَأْتُوا النِّسَاءَ فِي أَعْجَازِهِنَّ فَإِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي مِنَ الْحَقِّ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عُمَرَ وَخُزَيْمَةَ بْنِ ثَابِتٍ وَابْنِ عَبَّاسٍ وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَلِيِّ بْنِ طَلْقٍ حَدِيثٌ حَسَنٌ . وَسَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ لاَ أَعْرِفُ لِعَلِيِّ بْنِ طَلْقٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم غَيْرَ هَذَا الْحَدِيثِ الْوَاحِدِ وَلاَ أَعْرِفُ هَذَا الْحَدِيثَ مِنْ حَدِيثِ طَلْقِ بْنِ عَلِيٍّ السُّحَيْمِيِّ . وَكَأَنَّهُ رَأَى أَنَّ هَذَا رَجُلٌ آخَرُ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১১৬৫
আন্তর্জাতিক নং: ১১৬৫
পশ্চাৎ দ্বার দিয়ে স্ত্রী গমন হারাম।
১১৬৬. আবু সাঈদ আশাজ্জ (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি সমগামী হয় বা পশ্চাৎদ্বার দিয়ে স্ত্রীগমন করে আল্লাহ্ তাআলা তার দিকে (রহমতের) দৃষ্টিপাত করবেন না।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-গারীব। ইমাম ওয়াকী’ (রাহঃ)-ও এই হাদীসটি বর্ণনা করেছেন।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-গারীব। ইমাম ওয়াকী’ (রাহঃ)-ও এই হাদীসটি বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ إِتْيَانِ النِّسَاءِ فِي أَدْبَارِهِنَّ
حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنِ الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَنْظُرُ اللَّهُ إِلَى رَجُلٍ أَتَى رَجُلاً أَوِ امْرَأَةً فِي الدُّبُرِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَرَوَى وَكِيعٌ هَذَا الْحَدِيثَ .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১১৬৬
আন্তর্জাতিক নং: ১১৬৬
পশ্চাৎ দ্বার দিয়ে স্ত্রী গমন হারাম।
১১৬৭. কুতায়বা (রাহঃ) ...... প্রমুখ ওয়াকী (রাহঃ) সূত্রে আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, তোমাদের কারো বায়ূ নিঃসরন হলে সে যেন উযু করে নেয় আর তোমরা পশ্চাৎদ্বার দিয়ে স্ত্রীগমন করবে না।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই আলী (রাযিঃ) হলেন আলী ইবনে তালক (রাযিঃ)।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই আলী (রাযিঃ) হলেন আলী ইবনে তালক (রাযিঃ)।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ إِتْيَانِ النِّسَاءِ فِي أَدْبَارِهِنَّ
حَدَّثَنَا قُتَيْبَةُ، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ مُسْلِمٍ، وَهُوَ ابْنُ سَلاَّمٍ عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا فَسَا أَحَدُكُمْ فَلْيَتَوَضَّأْ وَلاَ تَأْتُوا النِّسَاءَ فِي أَعْجَازِهِنَّ " . قَالَ أَبُو عِيسَى وَعَلِيٌّ هَذَا هُوَ عَلِيُّ بْنُ طَلْقٍ .

তাহকীক:
তাহকীক চলমান