হযরত তালক ইবনে আলী হানাফী রাযি.

طلق بن علي السحيمي اليمامي الحنفي ابو علي

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত তালুক ইবন আলী রাযি. ইয়ামামা নিবাসী একজন বিখ্যাত সাহাবী। হানীফা গোত্রের লোক। কেউ কেউ তাঁর পিতার নাম আলীর বদলে ছুমামা বলেছেন। তাঁর উপনাম আবূ আলী। তিনি এ গোত্রের এক প্রতিনিধি দলের সঙ্গে মদীনা মুনাউওয়ারায় আগমন করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে সাক্ষাতকরত সকল সঙ্গীসহ ইসলাম গ্রহণ করেন। এক বর্ণনা দ্বারা জানা যায়, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন, তোমরা তার কাছে মাটি দাও। এ কাজে তার দক্ষতা ভালো। তিনি কখন কোথায় ইন্তিকাল করেন তা জানা যায় না। ইবন হাযম রহ.-এর মতে তাঁর সূত্রে ১৪টি হাদীছ বর্ণিত আছে।...

আরবী জীবনী

طَلْقُ بْنُ عَلِيِّ بْنِ الْمُنْذِرِ بْنِ قَيْسِ بْنِ عَمْرِو بْنِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ بْنِ عَبْدِ الْعُزَّى أَبُو عَلِيٍّ الْحَنَفِيُّ السُّحَيْمِيُّ مِنْ وَلَدِ الدُّؤَلِ بْنِ حَنِيفَةَ، سَكَنَ الْيَمَامَةَ , أَحَدُ الْوَفْدِ الَّذِينَ وَفَدُوا عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ، وَعَمِلَ مَعَهُ فِي بِنَاءِ مَسْجِدِهِ، رَوَى عَنْهُ ابْنُهُ قَيْسٌ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَلِيِّ بْنِ شَيْبَانَ، وَعَبْدُ اللهِ بْنُ بَدْرٍ - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ، ثنا مُحَمَّدُ بْنُ يُونُسَ، ثنا رَوْحُ بْنُ عُبَادَةَ، ثنا هِشَامُ بْنُ حَسَّانَ، ثنا مُحَمَّدُ بْنُ جَابِرٍ، عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ، عَنْ أَبِيهِ، قَالَ: سَأَلَ رَجُلٌ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي أَتَوَضَّأُ فَأَمَسُّ ذَكَرِي، أَوْ أَرَأَيْتَ الرَّجُلَ يَتَوَضَّأُ فَيَمَسُّ ذَكَرَهُ؟ قَالَ: «هُوَ مِنْهُ» - حَدَّثَنَا أَبُو عَمْرِو بْنُ حَمْدَانَ، ثنا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، ثنا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، ثنا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، ثنا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ جَابِرٍ الْحَنَفِيِّ، عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ، عَنْ أَبِيهِ، قَالَ: سَأَلَ رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَسْمَعُ عَنِ... বিস্তারিত পড়ুন