আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

الجامع الكبير للترمذي

৯. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৮৬৯
আন্তর্জাতিক নং: ৮৬৯
হজ্ব - উমরার অধ্যায়
তাওয়াফের দু’রাকআত নামাযে কি তিলাওয়াত করা হবে?
৮৭০. আবু মুসআব (রাহঃ) ...... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাতুত তাওয়াফের দুরাকআতে দুটি সূরাতুল ইখলাস তিলাওয়াত করেন - (قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ এবংقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ) - ইবনে মাজাহ, মুসলিম
أبواب الحج عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ مَا يُقْرَأُ فِي رَكْعَتَىِ الطَّوَافِ
أَخْبَرَنَا أَبُو مُصْعَبٍ الْمَدَنِيُّ، قِرَاءَةً عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عِمْرَانَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَرَأَ فِي رَكْعَتَىِ الطَّوَافِ بِسُورَتَىِ الإِخْلاَصِْ : ( قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ) وَ ( قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ).
হাদীস নং: ৮৭০
আন্তর্জাতিক নং: ৮৭০
হজ্ব - উমরার অধ্যায়
তাওয়াফের দু’রাকআত নামাযে কি তিলাওয়াত করা হবে?
৮৭১. হান্নাদ (রাহঃ) ..... জাফর ইবনে মুহাম্মাদ তৎপিতা মুহাম্মাদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তিনি তাওয়াফের দুরাকআত নামাযে قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ এবং قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ তিলাওয়াত করতে পছন্দ করতেন।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই রিওয়ায়াতটি আব্দুল আযীয ইবনে ইমরান এর রিওয়ায়াত থেকে অধিকতর সহীহ। জাফর ইবনে মুহাম্মাদ তার পিতা মুহাম্মাদের বরাতে বর্ণিত রিওয়ায়াতটি এই বিষয়ে জাফর ইবনে মুহাম্মাদ তৎপিতা মুহাম্মাদ জাবির (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) হতে বর্ণিত রিওয়ায়াতটি থেকে অধিকতর সহীহ। রাবী আব্দুল আযীয ইবনে ইমরান হাদীসের বর্ণনায় যঈফ।
أبواب الحج عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ مَا يُقْرَأُ فِي رَكْعَتَىِ الطَّوَافِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ كَانَ يَسْتَحِبُّ أَنْ يَقْرَأَ، فِي رَكْعَتَىِ الطَّوَافِ بِـ ( قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ) وَ ( قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ) . قَالَ أَبُو عِيسَى وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ عَبْدِ الْعَزِيزِ بْنِ عِمْرَانَ وَحَدِيثُ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ فِي هَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَعَبْدُ الْعَزِيزِ بْنُ عِمْرَانَ ضَعِيفٌ فِي الْحَدِيثِ .