আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

الجامع الكبير للترمذي

৮. নবীজী ﷺ থেকে বর্ণিত রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৭৫২
আন্তর্জাতিক নং: ৭৫২
আশূরা দিবসের রোযা পালনে উৎসাহিত করা।
৭৫০. কুতায়বা ও আহমাদ ইবনে আব্দ আয-যাববী (রাহঃ) .... আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেন, আশূরা দিবসের রোযা সম্পর্কে আমি আল্লাহর নিকট আশা করি যে, এর মাধ্যমে, তিনি পূর্ববর্তী এক বছরের (গুনাহর) কাফফারা করে দিবেন। - ইবনে মাজাহ ১৭৩৮, মুসলিম

এই বিষয়ে আলী, মুহাম্মাদ ইবনে সায়ফী, সালামা ইবনে আকওয়া, হিন্দ ইবনে আসমা, ইবনে আব্বাস, রুবাই বিনতে মুআওবিয ইবনে আফরা, আব্দুর রহমান ইবনে সালামা আল-খুযাঈ তৎ চাচার বরাতে এবং আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাযিঃ) প্রমূখ নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি আশূরা দিবসের রোযা পালন করতে উৎসাহিত করেছেন। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আবু কাতাদা (রাযিঃ) বর্ণিত এই হাদীসটি ছাড়া অন্য কোন রিওয়ায়াতে আশূরা দিবসের রোযা পালন এক বছরের কাফফারা স্বরূপ এই কথা উল্লেখ হয়েছে বলে আমাদের জানা নাই। আবু কাতাদা (রাযিঃ) এর হাদীস অনুসারেই ইমাম আহমাদ ও ইসহাক (রাহঃ) অভিমত ব্যক্ত করেছেন।
باب مَا جَاءَ فِي الْحَثِّ عَلَى صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ
حَدَّثَنَا قُتَيْبَةُ، وَأَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، قَالاَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ غَيْلاَنَ بْنِ جَرِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " صِيَامُ يَوْمِ عَاشُورَاءَ إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ " . وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَمُحَمَّدِ بْنِ صَيْفِيٍّ وَسَلَمَةَ بْنِ الأَكْوَعِ وَهِنْدِ بْنِ أَسْمَاءَ وَابْنِ عَبَّاسٍ وَالرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذِ بْنِ عَفْرَاءَ وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ سَلَمَةَ الْخُزَاعِيِّ عَنْ عَمِّهِ وَعَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ذَكَرُوا عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ حَثَّ عَلَى صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ . قَالَ أَبُو عِيسَى لاَ نَعْلَمُ فِي شَيْءٍ مِنَ الرِّوَايَاتِ أَنَّهُ قَالَ " صِيَامُ يَوْمِ عَاشُورَاءَ كَفَّارَةُ سَنَةٍ " . إِلاَّ فِي حَدِيثِ أَبِي قَتَادَةَ . وَبِحَدِيثِ أَبِي قَتَادَةَ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান