আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৮. নবীজী ﷺ থেকে বর্ণিত রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৭৫০
আন্তর্জাতিক নং: ৭৫০
আরাফা অবস্থানরত অবস্থায় সে দিনের রোযা পালন পছন্দনীয় নয়।
৭৪৮. আহমাদ ইবনে মানী (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) আরাফার দিন রোযা অবস্থায় ছিলেন। উম্মুল ফযল (রাযিঃ) সেদিন তাঁকে কিছু দুধ পাঠিয়েছিলেন। তিনি তা পান করেন।
এই বিষয়ে আবু হুরায়রা, ইবনে উমর উম্মুল ফযল (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান সহীহ। ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, আমি নবী (ﷺ) এর সঙ্গে হজ্জ করেছি তিনিও কিন্তু আরাফার দিন রোযা পালন করেননি; আবু বকর (রাযিঃ) এর সঙ্গেও হজ্জ করেছি তিনিও সে দিনের রোযা করেন নি। উমর (রাযিঃ) এর সঙ্গেও হজ্জ করেছি তিনিও সে দিনের রোযা পালন করেন নি। অধিকাংশ আলিম এই হাদীস অনুসারে আমলের অভিমত গ্রহণ করেছেন। তাঁরা দুআর ক্ষেত্রে শক্তিলাভের উদ্দেশ্যে আরাফার দিন রোযা পালন না করা মুস্তাহাব বলে মনে করেন। কোন কোন আলিম আরাফায় অবস্থানকালে সে দিনের রোযা পালন করেছেন।
এই বিষয়ে আবু হুরায়রা, ইবনে উমর উম্মুল ফযল (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান সহীহ। ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, আমি নবী (ﷺ) এর সঙ্গে হজ্জ করেছি তিনিও কিন্তু আরাফার দিন রোযা পালন করেননি; আবু বকর (রাযিঃ) এর সঙ্গেও হজ্জ করেছি তিনিও সে দিনের রোযা করেন নি। উমর (রাযিঃ) এর সঙ্গেও হজ্জ করেছি তিনিও সে দিনের রোযা পালন করেন নি। অধিকাংশ আলিম এই হাদীস অনুসারে আমলের অভিমত গ্রহণ করেছেন। তাঁরা দুআর ক্ষেত্রে শক্তিলাভের উদ্দেশ্যে আরাফার দিন রোযা পালন না করা মুস্তাহাব বলে মনে করেন। কোন কোন আলিম আরাফায় অবস্থানকালে সে দিনের রোযা পালন করেছেন।
باب كَرَاهِيَةِ صَوْمِ يَوْمِ عَرَفَةَ بِعَرَفَةَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَفْطَرَ بِعَرَفَةَ وَأَرْسَلَتْ إِلَيْهِ أُمُّ الْفَضْلِ بِلَبَنٍ فَشَرِبَ . وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَابْنِ عُمَرَ وَأُمِّ الْفَضْلِ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عُمَرَ قَالَ حَجَجْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمْ يَصُمْهُ يَعْنِي يَوْمَ عَرَفَةَ وَمَعَ أَبِي بَكْرٍ فَلَمْ يَصُمْهُ وَمَعَ عُمَرَ فَلَمْ يَصُمْهُ وَمَعَ عُثْمَانَ فَلَمْ يَصُمْهُ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ يَسْتَحِبُّونَ الإِفْطَارَ بِعَرَفَةَ لِيَتَقَوَّى بِهِ الرَّجُلُ عَلَى الدُّعَاءِ وَقَدْ صَامَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ يَوْمَ عَرَفَةَ بِعَرَفَةَ .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭৫১
আন্তর্জাতিক নং: ৭৫১
আরাফা অবস্থানরত অবস্থায় সে দিনের রোযা পালন পছন্দনীয় নয়।
৭৪৯. আহমাদ ইবনে মানী ও আলী ইবনে হুজুর (রাহঃ) ...... আবু নাজীহ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনে উমর (রাযিঃ) কে আরাফার দিনে রোযা পালন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বললেন, আমি নবী (ﷺ) এর সাথে হজ্জ করেছি, তিনি সে দিন রোযা পালন করেননি; আবু বকর (রাযিঃ) এর সঙ্গেও হজ্জ পালন করেছি তিনিও ঐ রোযা পালন করেননি; উমর (রাযিঃ) এর সঙ্গেও হজ্জ করেছি তিনিও ঐ রোযা পালন করেননি; উসমান (রাযিঃ) এর সঙ্গেও হজ্জ করেছি তিনিও ঐ রোযা পালন করেননি। আমি নিজেও এই রোযা পালন করিনা এবং তা কাউকে পালন করতে বলিও না এবং নিষেধও করিনা।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান। আবু নাজীহ এর নাম হল ইয়াসার। তিনি ইবনে উমর (রাযিঃ) থেকে হাদীস শুনেছেন। এই হাদীসটি ইবনে আবু নাজীহ তৎপিতা আবু নাজীহ জনৈক ব্যক্তি ইবনে উমর (রাযিঃ) সূত্রেও বর্ণিত হয়েছে।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান। আবু নাজীহ এর নাম হল ইয়াসার। তিনি ইবনে উমর (রাযিঃ) থেকে হাদীস শুনেছেন। এই হাদীসটি ইবনে আবু নাজীহ তৎপিতা আবু নাজীহ জনৈক ব্যক্তি ইবনে উমর (রাযিঃ) সূত্রেও বর্ণিত হয়েছে।
باب كَرَاهِيَةِ صَوْمِ يَوْمِ عَرَفَةَ بِعَرَفَةَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، وَإِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ أَبِيهِ، قَالَ سُئِلَ ابْنُ عُمَرَ عَنْ صَوْمِ، يَوْمِ عَرَفَةَ بِعَرَفَةَ فَقَالَ حَجَجْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمْ يَصُمْهُ وَمَعَ أَبِي بَكْرٍ فَلَمْ يَصُمْهُ وَمَعَ عُمَرَ فَلَمْ يَصُمْهُ وَمَعَ عُثْمَانَ فَلَمْ يَصُمْهُ . وَأَنَا لاَ أَصُومُهُ وَلاَ آمُرُ بِهِ وَلاَ أَنْهَى عَنْهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ عَنْ أَبِيهِ عَنْ رَجُلٍ عَنِ ابْنِ عُمَرَ . وَأَبُو نَجِيحٍ اسْمُهُ يَسَارٌ.

তাহকীক:
তাহকীক চলমান