আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

الجامع الكبير للترمذي

৮. নবীজী ﷺ থেকে বর্ণিত রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৭২৩
আন্তর্জাতিক নং: ৭২৩
যদি কেউ স্বেচ্ছায় রোযা ভঙ্গ করে।
৭২১. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোনরূপ অনুমোদিত কারণ বা রোগ ব্যতিরেকে কেউ যদি রমযানের রোযা ভঙ্গ করে তবে একজন সারা জীবন রোযা পালন করলেও তার কাযা আদায় হবে না। - ইবনে মাজাহ ১৬৭২

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই সূত্র ব্যতিত আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি সম্পর্কে আমরা কিছু জানিনা, মুহাম্মাদ বুখারী (রাহঃ) কে বলতে শুনেছি যে, রাবী আবুল মুতাওবিস (রাহঃ) এর নাম হলো ইয়াযিদ ইবনে মুতাওবিস। এই হাদীস ছাড়া তার আর কোন রিওয়ায়াত আছে বলে আমাদের জানা নেই।
باب مَا جَاءَ فِي الإِفْطَارِ مُتَعَمِّدًا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، حَدَّثَنَا أَبُو الْمُطَوِّسِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ أَفْطَرَ يَوْمًا مِنْ رَمَضَانَ مِنْ غَيْرِ رُخْصَةٍ وَلاَ مَرَضٍ لَمْ يَقْضِ عَنْهُ صَوْمُ الدَّهْرِ كُلِّهِ وَإِنْ صَامَهُ " . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَسَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ أَبُو الْمُطَوِّسِ اسْمُهُ يَزِيدُ بْنُ الْمُطَوِّسِ وَلاَ أَعْرِفُ لَهُ غَيْرَ هَذَا الْحَدِيثِ .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান