আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৮. নবীজী ﷺ থেকে বর্ণিত রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৭০৮
আন্তর্জাতিক নং: ৭০৮
সাহরী খাওয়ার ফযীলত।
৭০৬. কুতায়বা (রাহঃ) ..... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ তোমরা সাহরী খাও, কেননা সাহরীতে বরকত আছে। - ইবনে মাজাহ ১৬৯২, বুখারি, মুসলিম
এই বিষয়ে আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, জাবির ইবনে আব্দুল্লাহ, ইবনে আব্বাস, আমর ইবনে আস, ইরবায ইবনে সরিয়া, উতরা ইবনে আব্দুল্লাহ্ ও আবু দারদা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আনাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান সহীহ্। নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমাদের রোযা ও আহলে কিতাবীদের (ইয়াহুদী ও খৃষ্টান) রোযার মধ্যে পার্থক্য হল সাহরী খাওয়া।
এই বিষয়ে আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, জাবির ইবনে আব্দুল্লাহ, ইবনে আব্বাস, আমর ইবনে আস, ইরবায ইবনে সরিয়া, উতরা ইবনে আব্দুল্লাহ্ ও আবু দারদা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আনাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান সহীহ্। নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমাদের রোযা ও আহলে কিতাবীদের (ইয়াহুদী ও খৃষ্টান) রোযার মধ্যে পার্থক্য হল সাহরী খাওয়া।
باب مَا جَاءَ فِي فَضْلِ السُّحُورِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، وَعَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " تَسَحَّرُوا فَإِنَّ فِي السُّحُورِ بَرَكَةً " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ وَابْنِ عَبَّاسٍ وَعَمْرِو بْنِ الْعَاصِ وَالْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ وَعُتْبَةَ بْنِ عَبْدٍ وَأَبِي الدَّرْدَاءِ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
হাদীস নং:৭০৯
আন্তর্জাতিক নং: ৭০৯
সাহরী খাওয়ার ফযীলত।
৭০৭. কুতায়বা (রাহঃ) ..... আমর ইবনে আস (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে হাদীসটি বর্ণিত আছে।
এই হাদীসটি হাসান সহীহ্। এই হাদীসটির রাবী মুসা সম্পর্কে মিশরবাসী (মুহাদ্দিসগণ) বলেন, মুসা ইবনে আলী। আর ইরাকবাসী (মুহদ্দিসগণ) বলেন, মুসা ইবনে উলাই। তিনি হলেন, মুসা ইবনে উলাই ইবনে রাবাহ্ লাখমী।
এই হাদীসটি হাসান সহীহ্। এই হাদীসটির রাবী মুসা সম্পর্কে মিশরবাসী (মুহাদ্দিসগণ) বলেন, মুসা ইবনে আলী। আর ইরাকবাসী (মুহদ্দিসগণ) বলেন, মুসা ইবনে উলাই। তিনি হলেন, মুসা ইবনে উলাই ইবনে রাবাহ্ লাখমী।
باب مَا جَاءَ فِي فَضْلِ السُّحُورِ
وَرُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " فَصْلُ مَا بَيْنَ صِيَامِنَا وَصِيَامِ أَهْلِ الْكِتَابِ أَكْلَةُ السَّحَرِ " . حَدَّثَنَا بِذَلِكَ قُتَيْبَةُ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ مُوسَى بْنِ عَلِيٍّ عَنْ أَبِيهِ عَنْ أَبِي قَيْسٍ مَوْلَى عَمْرِو بْنِ الْعَاصِ عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِذَلِكَ . قَالَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَهْلُ مِصْرَ يَقُولُونَ مُوسَى بْنُ عَلِيٍّ وَأَهْلُ الْعِرَاقِ يَقُولُونَ مُوسَى بْنُ عُلَىٍّ وَهُوَ مُوسَى بْنُ عَلِيِّ بْنِ رَبَاحٍ اللَّخْمِيُّ .

তাহকীক:
তাহকীক চলমান