আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাকাত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৬২০
আন্তর্জাতিক নং: ৬২০
স্বর্ণ ও রৌপ্যের যাকাত।
৬২০. মুহাম্মাদ ইবনে আব্দুল মালিক ইবনে শাওয়ারিব (রাহঃ) ..... আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ্ (ﷺ) ইরশাদ করেছেনঃ ঘোড়া ও ক্রীসদাসের ক্ষেত্রে যাকাত মাফ করে দিলাম। তোমরা প্রতি চল্লিশ দিরহাম (রৌপ্য মুদ্রায়) এক দিরহাম হিসাবে রৌপ্যের যাকাত দিবে। একশ নব্বই দিরহামেও আমার (বায়তুল মালের) কিছু পাওনা নাই। কিন্তু দু'শ দিরহাম পরিমাণ হলে এতে পাঁচ দিরহাম (২.৫%) যাকাত ধার্য হবে। - ইবনে মাজাহ ১৭৯০
এই বিষয়ে আবু বকর সিদ্দীক ও আমর ইবনে হাযম (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, আমাশ ও আবু আওয়ানা প্রমুখ এই হাদীসটি আবু ইসহাক-আসিম ইবনে যামযা, আলী (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন। মুহাম্মাদ ইবনে ইসমাঈল আল-বুখারী (রাহঃ) কে এই হাদীসটি হারিস, আলী (রাযিঃ) সূত্রে এটি বর্ণনা করেছেন। মুহাম্মাদ ইবনে ইসমাঈল আল-বুখারী (রাহঃ) কে এই হাদীসটি সম্পর্কে আমি জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন, আমার মতে আবু ইসহাক থেকে উভয় সনদই সহীহ্। কারণ, সম্ভাবনা আছে যে, তিনি (আসিম ও হারিস) উভয়ের নিকট থেকেই এটির রিওয়ায়াত করেছেন।
এই বিষয়ে আবু বকর সিদ্দীক ও আমর ইবনে হাযম (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, আমাশ ও আবু আওয়ানা প্রমুখ এই হাদীসটি আবু ইসহাক-আসিম ইবনে যামযা, আলী (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন। মুহাম্মাদ ইবনে ইসমাঈল আল-বুখারী (রাহঃ) কে এই হাদীসটি হারিস, আলী (রাযিঃ) সূত্রে এটি বর্ণনা করেছেন। মুহাম্মাদ ইবনে ইসমাঈল আল-বুখারী (রাহঃ) কে এই হাদীসটি সম্পর্কে আমি জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন, আমার মতে আবু ইসহাক থেকে উভয় সনদই সহীহ্। কারণ, সম্ভাবনা আছে যে, তিনি (আসিম ও হারিস) উভয়ের নিকট থেকেই এটির রিওয়ায়াত করেছেন।
باب مَا جَاءَ فِي زَكَاةِ الذَّهَبِ وَالْوَرِقِ .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، عَنْ عَلِيٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " قَدْ عَفَوْتُ عَنْ صَدَقَةِ الْخَيْلِ وَالرَّقِيقِ فَهَاتُوا صَدَقَةَ الرِّقَةِ مِنْ كُلِّ أَرْبَعِينَ دِرْهَمًا دِرْهَمًا وَلَيْسَ فِي تِسْعِينَ وَمِائَةٍ شَيْءٌ فَإِذَا بَلَغَتْ مِائَتَيْنِ فَفِيهَا خَمْسَةُ الدَّرَاهِمِ " . وَفِي الْبَابِ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ وَعَمْرِو بْنِ حَزْمٍ . قَالَ أَبُو عِيسَى رَوَى هَذَا الْحَدِيثَ الأَعْمَشُ وَأَبُو عَوَانَةَ وَغَيْرُهُمَا عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ عَنْ عَلِيٍّ وَرَوَى سُفْيَانُ الثَّوْرِيُّ وَابْنُ عُيَيْنَةَ وَغَيْرُ وَاحِدٍ عَنْ أَبِي إِسْحَاقَ عَنِ الْحَارِثِ عَنْ عَلِيٍّ . قَالَ وَسَأَلْتُ مُحَمَّدًا عَنْ هَذَا الْحَدِيثِ فَقَالَ كِلاَهُمَا عِنْدِي صَحِيحٌ عَنْ أَبِي إِسْحَاقَ يُحْتَمَلُ أَنْ يَكُونَ رُوِيَ عَنْهُمَا جَمِيعًا .

তাহকীক:
তাহকীক চলমান