আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

المسند الصحيح لمسلم

১২- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২১০৭
আন্তর্জাতিক নং: ৯৬৪-১
- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
২১. জানাযার নামাযে ইমাম মায়্যিতের কোন বরাবর দাঁড়াবে
২১০৭। ইয়াহয়া ইবনে ইয়াহয়া তামীমী (রাহঃ) ......... সামুরা ইবনে জুনদুব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ) এর ইমামতিতে (জানাযার) নামায আদায় করেছি। উম্মে কাব (রাযিঃ) নিফাস অবস্থায় ইন্‌তিকাল করেছিলেন। তার জানাযার নামায রাসূলুল্লাহ (ﷺ) আদায় করেছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) তার জানাযার নামায আদায়ের সময় তার সিনা বরাবর না দাঁড়িয়ে মাঝামাঝি স্থানে দাঁড়িয়েছিলেন।
كتاب الجنائز
باب أَيْنَ يَقُومُ الإِمَامُ مِنَ الْمَيِّتِ لِلصَّلاَةِ عَلَيْهِ
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، أَخْبَرَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ حُسَيْنِ بْنِ، ذَكْوَانَ قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، قَالَ صَلَّيْتُ خَلْفَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَصَلَّى عَلَى أُمِّ كَعْبٍ مَاتَتْ وَهِيَ نُفَسَاءُ فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِلصَّلاَةِ عَلَيْهَا وَسَطَهَا .
হাদীস নং: ২১০৮
আন্তর্জাতিক নং: ৯৬৪-২
- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
২১. জানাযার নামাযে ইমাম মায়্যিতের কোন বরাবর দাঁড়াবে
২১০৮। আবু বকর ইবনে আবি শাঈবা ও আলী ইবনে হুজর (রাহঃ) ......... হুসাইন (রাযিঃ) থেকে উক্ত সনদে বর্ণনা করেছেন। তবে তারা উম্মে কাব (রাযিঃ) এর কথা বলেন নি।
كتاب الجنائز
باب أَيْنَ يَقُومُ الإِمَامُ مِنَ الْمَيِّتِ لِلصَّلاَةِ عَلَيْهِ
وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، وَيَزِيدُ بْنُ هَارُونَ، ح وَحَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ، وَالْفَضْلُ بْنُ مُوسَى، كُلُّهُمْ عَنْ حُسَيْنٍ، بِهَذَا الإِسْنَادِ وَلَمْ يَذْكُرُوا أُمَّ كَعْبٍ .
হাদীস নং: ২১০৯
আন্তর্জাতিক নং: ৯৬৪-৩
- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
২১. জানাযার নামাযে ইমাম মায়্যিতের কোন বরাবর দাঁড়াবে
২১০৯। মুহাম্মাদ ইবনুল মুসান্না ও উকবা ইবনে মুকরাম আম্মি (রাহঃ) ......... সামুরা ইবনে জুনদুব (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে যুবক ছিলাম। আমি তাঁর নিকট থেকে অনেক কিছু মুখস্ত করে নিতাম। এখানে আমার চেয়ে অধিক বয়সী সাহাবী থাকার কারণে আমি কথা বলা থেকে বিরত থাকি। নিফাস অবস্থায় ইন্‌তিকাল করেছে এমন এক মহিলার জানাযার নামায আমি রাসূলুল্লাহ (ﷺ) এর পেছনে দাঁড়িয়ে আদায় করেছি। রাসূলুল্লাহ (ﷺ) নামাযে সিনা বরাবর না দাঁড়িয়ে তার মাঝামাঝি স্থানে দাঁড়িয়েছিলেন। ইবনুল মুসান্নার রিওয়ায়াতে আছে যে, রাবী বলেন, আব্দুল্লাহ ইবনে বুরায়দা (রাযিঃ) আমার কাছে হাদীস বর্ণনা করতে গিয়ে বলেছেন যে, ″তার জানাযার নামাযে তিনি তার মাঝামাঝি স্থানে দাড়িয়েছিলেন।″
كتاب الجنائز
باب أَيْنَ يَقُومُ الإِمَامُ مِنَ الْمَيِّتِ لِلصَّلاَةِ عَلَيْهِ
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَعُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّيُّ، قَالاَ حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ حُسَيْنٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، قَالَ قَالَ سَمُرَةُ بْنُ جُنْدُبٍ لَقَدْ كُنْتُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم غُلاَمًا فَكُنْتُ أَحْفَظُ عَنْهُ فَمَا يَمْنَعُنِي مِنَ الْقَوْلِ إِلاَّ أَنَّ هَا هُنَا رِجَالاً هُمْ أَسَنُّ مِنِّي وَقَدْ صَلَّيْتُ وَرَاءَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى امْرَأَةٍ مَاتَتْ فِي نِفَاسِهَا فَقَامَ عَلَيْهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الصَّلاَةِ وَسَطَهَا . وَفِي رِوَايَةِ ابْنِ الْمُثَنَّى قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ قَالَ فَقَامَ عَلَيْهَا لِلصَّلاَةِ وَسَطَهَا .