আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

المسند الصحيح لمسلم

৬- মুসাফিরের নামায - কসর নামায - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১০ টি

অনুসন্ধান করুন...

হাদীস নং: ১৪৬৩
আন্তর্জাতিক নং: ৬৯৪-১
২. মিনায় নামায কসর করা
১৪৬৩। হারামালা ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) মিনা ও অন্যান্য জায়গায় মুসাফিরের নামায হিসেরে দু-রাকআত নামায আদায় করেন। আবু বকর (রাযিঃ) এবং উমর (রাযিঃ)ও দু রাকআত পড়েন। উসমান (রাযিঃ) তাঁর খিলাফতের প্রথম দিকে দু রাকআত পড়েন। পরে তিনি চার রাকআত পুরা করেন।
باب قَصْرِ الصَّلاَةِ بِمِنًى
وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، وَهُوَ ابْنُ الْحَارِثِ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ صَلَّى صَلاَةَ الْمُسَافِرِ بِمِنًى وَغَيْرِهِ رَكْعَتَيْنِ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ رَكْعَتَيْنِ صَدْرًا مِنْ خِلاَفَتِهِ ثُمَّ أَتَمَّهَا أَرْبَعًا .
হাদীস নং: ১৪৬৪
আন্তর্জাতিক নং: ৬৯৪-২
২. মিনায় নামায কসর করা
১৪৬৪। যুহাইর ইবনে হারব (রাহঃ), ইসহাক ও আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ......... যুহুরি (রাহঃ) থেকে উক্ত সনদে বর্ণনা করেছেন। তিনি তাঁর বর্ণনায় মিনার কথা উল্লেখ করেছেন কিন্তু ’অন্যান্য স্থানে’ শব্দটি উল্লেখ করেন নি।
باب قَصْرِ الصَّلاَةِ بِمِنًى
وَحَدَّثَنَاهُ زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الأَوْزَاعِيِّ، ح وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالاَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، جَمِيعًا عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ قَالَ بِمِنًى . وَلَمْ يَقُلْ وَغَيْرِهِ .
হাদীস নং: ১৪৬৫
আন্তর্জাতিক নং: ৬৯৪-৩
২. মিনায় নামায কসর করা
১৪৬৫। আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মিনায় দু’ রাক’আত নামায আদায় করেছেন। তারপর আবু বকর (রাযিঃ) এবং আবু বকরের পর উমর (রাযিঃ) দু’ রাক’আত নামায আদায় করেছেন। উসমান (রাযিঃ) তার খিলাফতের প্রথম দিকে দু’ রাক’আত পড়েছেন। পরবর্তী সময় উসমান (রাযিঃ) চার রাক’আত নামায আদায় করেছেন। ইবনে উমর (রাযিঃ) যখন ইমামের সঙ্গে পড়তেন, তখন চার রাক’আত পড়তেন, যখন একাকী পড়তেন তখন দু’ রাক’আত পড়তেন।
باب قَصْرِ الصَّلاَةِ بِمِنًى
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمِنًى رَكْعَتَيْنِ وَأَبُو بَكْرٍ بَعْدَهُ وَعُمَرُ بَعْدَ أَبِي بَكْرٍ وَعُثْمَانُ صَدْرًا مِنْ خِلاَفَتِهِ ثُمَّ إِنَّ عُثْمَانَ صَلَّى بَعْدُ أَرْبَعًا . فَكَانَ ابْنُ عُمَرَ إِذَا صَلَّى مَعَ الإِمَامِ صَلَّى أَرْبَعًا وَإِذَا صَلاَّهَا وَحْدَهُ صَلَّى رَكْعَتَيْنِ .
হাদীস নং: ১৪৬৬
আন্তর্জাতিক নং: ৬৯৪-৪
২. মিনায় নামায কসর করা
১৪৬৬। ইবনুল মুসান্না (রাহঃ), উবাইদুল্লাহ ইবনে সাঈদ আবু কুরায়ব (রাহঃ) ও ইবনে নুমাইর (রাহঃ) ......... উবাইদুল্লাহ (রাহঃ) সূত্রে উক্ত সনদে অনুরূপ হাদীস বর্ণনা করেন।
باب قَصْرِ الصَّلاَةِ بِمِنًى
وَحَدَّثَنَاهُ ابْنُ الْمُثَنَّى، وَعُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى، وَهُوَ الْقَطَّانُ ح وَحَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، أَخْبَرَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، ح وَحَدَّثَنَاهُ ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا عُقْبَةُ بْنُ خَالِدٍ، كُلُّهُمْ عَنْ عُبَيْدِ اللَّهِ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ .
হাদীস নং: ১৪৬৭
আন্তর্জাতিক নং: ৬৯৪-৫
২. মিনায় নামায কসর করা
১৪৬৭। উবাইদুল্লাহ ইবনে মু’আয (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) মিনায় মুসাফিরের নামায আদায় করেন। আর আবু বকর (রাযিঃ), উমর (রাযিঃ) ও উসমান (রাযিঃ) (তার খিলাফতের) আট বছর অথবা ছয় বছর পর্যন্ত সফরের নামায আদায় করেন। হাফস (রাহঃ) বলেন, ইবনে উমর (রাযিঃ) মিনায় দু’ রাক’আত পড়তেন। তারপর বিছানায় ফিরে আসতেন। আমি বললাম হে চাচাজান! আপনি যদি এরপর আরো দু’ রাক’আত পড়তেন (তাহলে ভাল হতো)। তিনি বললেন, আমি যদি তা করতাম, তাহলে ফরয নামাযই পূর্ণ করতাম।
باب قَصْرِ الصَّلاَةِ بِمِنًى
وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، سَمِعَ حَفْصَ بْنَ عَاصِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم بِمِنًى صَلاَةَ الْمُسَافِرِ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ ثَمَانِيَ سِنِينَ أَوْ قَالَ سِتَّ سِنِينَ . قَالَ حَفْصٌ وَكَانَ ابْنُ عُمَرَ يُصَلِّي بِمِنًى رَكْعَتَيْنِ ثُمَّ يَأْتِي فِرَاشَهُ . فَقُلْتُ أَىْ عَمِّ لَوْ صَلَّيْتَ بَعْدَهَا رَكْعَتَيْنِ . قَالَ لَوْ فَعَلْتُ لأَتْمَمْتُ الصَّلاَةَ .
হাদীস নং: ১৪৬৮
আন্তর্জাতিক নং: ৬৯৪-৬
২. মিনায় নামায কসর করা
১৪৬৮। ইয়াহয়া ইবনে হাবীব (রাহঃ) ও ইবনুল মুসান্না (রাহঃ) ......... শু’বা (রাহঃ) থেকে উক্ত সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তাঁরা এ হাদীসে মিনার কথা উল্লেখ করেননি। কিন্তু ″সফরে নামায আদায় করেন″- বাক্যটি উল্লেখ করেছেন।
باب قَصْرِ الصَّلاَةِ بِمِنًى
وَحَدَّثَنَاهُ يَحْيَى بْنُ حَبِيبٍ، حَدَّثَنَا خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ، ح وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنِي عَبْدُ الصَّمَدِ، قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، بِهَذَا الإِسْنَادِ وَلَمْ يَقُولاَ فِي الْحَدِيثِ بِمِنًى . وَلَكِنْ قَالاَ صَلَّى فِي السَّفَرِ .
হাদীস নং: ১৪৬৯
আন্তর্জাতিক নং: ৬৯৫-১
২. মিনায় নামায কসর করা
১৪৬৯। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... আব্দুর রহমান ইবনে ইয়াযীদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উসমান (রাযিঃ) মিনায় আমাদের নিয়ে চার রাকআত নামায আদায় করেছেন। এই কথাটি আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) এর নিকট বলা হলে, তিনি ″ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন″ পাঠ করলেন। অতঃপর বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে মিনায় দু’ রাক’আত নামায আদায় করেছি, আবু বকর (রাযিঃ) এর সঙ্গে মিনায় দু’ রাক’আত নামায আদায় করেছি। উমর (রাযিঃ) এর সঙ্গেও মিনায় দু’ রাক’আত নামায আদায় করেছি। চার রাক’আতের স্থলে আমার ভাগ্যে যদি গ্রহণযোগ্য দু’ রাক’আতই থাকত!
باب قَصْرِ الصَّلاَةِ بِمِنًى
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، عَنِ الأَعْمَشِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ يَزِيدَ، يَقُولُ صَلَّى بِنَا عُثْمَانُ بِمِنًى أَرْبَعَ رَكَعَاتٍ فَقِيلَ ذَلِكَ لِعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ فَاسْتَرْجَعَ ثُمَّ قَالَ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِمِنًى رَكْعَتَيْنِ وَصَلَّيْتُ مَعَ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ بِمِنًى رَكْعَتَيْنِ وَصَلَّيْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ بِمِنًى رَكْعَتَيْنِ فَلَيْتَ حَظِّي مِنْ أَرْبَعِ رَكَعَاتٍ رَكْعَتَانِ مُتَقَبَّلَتَانِ .
হাদীস নং: ১৪৭০
আন্তর্জাতিক নং: ৬৯৫-২
২. মিনায় নামায কসর করা
১৪৭০। আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ), আবু কুরায়ব (রাহঃ), উসমান ইবনে আবি শাঈবা (রাহঃ), ইসহাক (রাহঃ) ও ইবনে খাশরাম (রাহঃ) ......... আ’মাশ (রাহঃ) সূত্রে উক্ত সনদে অনুরূপ বর্ণনা করেছেন।
باب قَصْرِ الصَّلاَةِ بِمِنًى
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ، وَابْنُ، خَشْرَمٍ قَالاَ أَخْبَرَنَا عِيسَى، كُلُّهُمْ عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ .
হাদীস নং: ১৪৭১
আন্তর্জাতিক নং: ৬৯৬-১
২. মিনায় নামায কসর করা
১৪৭১। ইয়াহয়া ইবনে ইয়াহিয়া (রাহঃ) ও কুতায়বা (রাহঃ) ......... হারিসা ইবনে ওয়াহব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে মিনায় দু’ রাক’আত নামায আদায় করেছি। অথচ সে সময় লোকজন সর্বাপেক্ষা নিরাপদ ছিল।
باب قَصْرِ الصَّلاَةِ بِمِنًى
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَقُتَيْبَةُ، قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ، قُتَيْبَةُ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ حَارِثَةَ بْنِ وَهْبٍ، قَالَ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِمِنًى - آمَنَ مَا كَانَ النَّاسُ وَأَكْثَرَهُ - رَكْعَتَيْنِ .
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪৭২
আন্তর্জাতিক নং: ৬৯৬-২
২. মিনায় নামায কসর করা
১৪৭২। আহমাদ ইবনে আব্দুল্লাহ ইবনে ইউনুস (রাহঃ) ......... হারিসা ইবনে ওয়াহাব খুযাঈ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে মিনায় নামায আদায় করেছি। সে সময় বহু লোকের সমাগম ছিল। তিনি বিদায় হজ্জে দু’রাকআত নামায আদায় করেছেন।

ইমাম মুসলিম (রাহঃ) বলেন, হারিসা ইবনে ওয়াহাব আল-খুযাঈ (রাহঃ) ছিলেন উবাইদুল্লাহ ইবনে উমর ইবনুল খাত্তাবের বৈপত্রিয় ভাই।
باب قَصْرِ الصَّلاَةِ بِمِنًى
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، حَدَّثَنِي حَارِثَةُ بْنُ وَهْبٍ الْخُزَاعِيُّ، قَالَ صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِمِنًى وَالنَّاسُ أَكْثَرُ مَا كَانُوا فَصَلَّى رَكْعَتَيْنِ فِي حَجَّةِ الْوَدَاعِ . قَالَ مُسْلِمٌ حَارِثَةُ بْنُ وَهْبٍ الْخُزَاعِيُّ هُوَ أَخُو عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ لأُمِّهِ .
tahqiq

তাহকীক: