আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

المسند الصحيح لمسلم

৩০- শরীআতের দন্ড বিধি অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪৩০১
আন্তর্জাতিক নং: ১৭০৫-১
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
৬. প্রসূতিদের ’হদ্দ’ বিলম্বিত করা
৪৩০১। মুহাম্মাদ ইবনে আবু বকর মুকাদ্দামী (রাহঃ) ......... আবু আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, (একবার) আলী (রাযিঃ) এক ভাষণে বললেন, হে লোক সকল! তোমরা তোমাদের (ব্যভিচারী) দাস-দাসীদের উপর শরীয়তের হুকুম হদ্দ কার্যকর কর, তারা বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক। রাসূলুল্লাহ (ﷺ) এর এক দাসী ব্যভিচার করেছিল। সুতরাং তিনি তাকে বেত্রাঘাত কবার জন্য আমাকে আদেশ দিলেন। সে তখন (নিফাস) সদ্য প্রসূতি অবস্থায় ছিল। আমি তখন ভয় করলাম যে, এমতাবস্থায় যদি আমি তাকে বেত্রাঘাত করি তবে হয়ত তাকে মেরেই ফেলবো। এই ঘটনা আমি নবী (ﷺ) এর নিকট উল্লেখ করলাম। তখন তিনি বললেন, তুমি ভালই করেছ।
كتاب الحدود
باب تَأْخِيرِ الْحَدِّ عَنِ النُّفَسَاءِ،
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا سُلَيْمَانُ أَبُو دَاوُدَ، حَدَّثَنَا زَائِدَةُ، عَنِ السُّدِّيِّ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، قَالَ خَطَبَ عَلِيٌّ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ أَقِيمُوا عَلَى أَرِقَّائِكُمُ الْحَدَّ مَنْ أَحْصَنَ مِنْهُمْ وَمَنْ لَمْ يُحْصِنْ فَإِنَّ أَمَةً لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم زَنَتْ فَأَمَرَنِي أَنْ أَجْلِدَهَا فَإِذَا هِيَ حَدِيثُ عَهْدٍ بِنِفَاسٍ فَخَشِيتُ إِنْ أَنَا جَلَدْتُهَا أَنْ أَقْتُلَهَا فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ " أَحْسَنْتَ " .
হাদীস নং: ৪৩০২
আন্তর্জাতিক নং: ১৭০৫-২
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
৬. প্রসূতিদের ’হদ্দ’ বিলম্বিত করা
৪৩০২। ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... সুদ্দী (রাযিঃ) থেকে একই সূত্রে হাদীস বর্ণনা করেছেন। কিন্তু তিনি ″তাদের মধ্যকার বিবাহিত এবং অবিবাহিত″ একথার উল্লেখ করেননি। তাঁর বর্ণিত হাদীসে অতিরিক্ত বর্ণনা করেছেন যে, ″সুস্থ না হওয়া পর্যন্ত তাকে (বিলম্বিত করে) রেখে দাও।″
كتاب الحدود
باب تَأْخِيرِ الْحَدِّ عَنِ النُّفَسَاءِ،
وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنِ السُّدِّيِّ، بِهَذَا الإِسْنَادِ وَلَمْ يَذْكُرْ مَنْ أَحْصَنَ مِنْهُمْ وَمَنْ لَمْ يُحْصِنْ . وَزَادَ فِي الْحَدِيثِ " اتْرُكْهَا حَتَّى تَمَاثَلَ " .
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী: