আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
المسند الصحيح لمسلم
১৪- রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং: ২৫৮৮
আন্তর্জাতিক নং: ১১৫৬-১
৩১. রমযান ব্যতীত অন্য মাসেও নবী (ﷺ) এর রোযা পালন এবং কোন মাস রোযা পালন থেকে খালি না থাকা মুস্তাহাব
২৫৮৮। ইয়াহয়া ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে শাকীক (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়িশা (রাযিঃ) এর কাছে জিজ্ঞাসা করলাম নবী (ﷺ) রমযান ব্যতীত অন্য কোন সময়ে পূর্ণ মাস রোযা পালন করেছেন কি? তিনি বললেনঃ আল্লাহর কসম! রমযান ব্যতীত অন্য সময়ে তিনি পূর্ণ মাস রোযা পালন করেননি, পরিশেষে এভাবেই তিনি ইন্তিকাল করেছেন। আবার কিছু রোযা পালন ব্যতীত তিনি পূর্ণ মাস রোযা ভঙ্গও করেননি।
بَاب صِيَامِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَيْرِ رَمَضَانَ وَاسْتِحْبَابِ أَنْ لَا يُخْلِيَ شَهْرًا عَنْ صَوْمٍ
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ، بْنِ شَقِيقٍ قَالَ قُلْتُ لِعَائِشَةَ رضى الله عنها هَلْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَصُومُ شَهْرًا مَعْلُومًا سِوَى رَمَضَانَ قَالَتْ وَاللَّهِ إِنْ صَامَ شَهْرًا مَعْلُومًا سِوَى رَمَضَانَ حَتَّى مَضَى لِوَجْهِهِ وَلاَ أَفْطَرَهُ حَتَّى يُصِيبَ مِنْهُ .

তাহকীক:
হাদীস নং: ২৫৮৯
আন্তর্জাতিক নং: ১১৫৬-২
৩১. রমযান ব্যতীত অন্য মাসেও নবী (ﷺ) এর রোযা পালন এবং কোন মাস রোযা পালন থেকে খালি না থাকা মুস্তাহাব
২৫৮৯। উবাইদুল্লাহ ইবনে মু’আয (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে শাকীক (রাহঃ) থেকে বর্ণিত। আমি আয়িশা (রাযিঃ) কে বললাম, রাসূলুল্লাহ (ﷺ) কি পুর্ণ মাস রোযা (নফল) পালন করেছেন? তিনি বললেন, আমার জানামতে রমযান ব্যতীত পূর্ণ মাস রোযা পালন করেন কি এবং তিনি কিছু রোযা পালন না করে পূর্ণ মাস রোযাবিহীনও থাকেননি। পরিশেষে এভাবেই তিনি ইনতিকাল করেছেন।
بَاب صِيَامِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَيْرِ رَمَضَانَ وَاسْتِحْبَابِ أَنْ لَا يُخْلِيَ شَهْرًا عَنْ صَوْمٍ
وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا كَهْمَسٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، قَالَ قُلْتُ لِعَائِشَةَ - رضى الله عنها - أَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصُومُ شَهْرًا كُلَّهُ قَالَتْ مَا عَلِمْتُهُ صَامَ شَهْرًا كُلَّهُ إِلاَّ رَمَضَانَ وَلاَ أَفْطَرَهُ كُلَّهُ حَتَّى يَصُومَ مِنْهُ حَتَّى مَضَى لِسَبِيلِهِ صلى الله عليه وسلم .

তাহকীক:
হাদীস নং: ২৫৯০
আন্তর্জাতিক নং: ১১৫৬-৩
৩১. রমযান ব্যতীত অন্য মাসেও নবী (ﷺ) এর রোযা পালন এবং কোন মাস রোযা পালন থেকে খালি না থাকা মুস্তাহাব
২৫৯০। আবুর-রবী যাহরানী (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে শাকীক (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়িশা (রাযিঃ) এর কাছে নবী (ﷺ) এর রোযা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, তিনি রোযা পালন করতেন, এমনকি আমরা বলতাম তিনি রোযা পালন করেই যাবেন। আবার তিনি ইফতার অবস্থায় থাকতেন এমনকি আমরা বলাবলি করতাম, তিনি রোযা ভঙ্গ করেই চলেছেন (আর রোযা পালন করবেন না)। তিনি (আরও) বলেন মদীনায় আগমনের পর থেকে আমি তাঁকে রমযান ব্যতীত পূর্ণ মাস রোযা পালন করতে দেখিনি।
بَاب صِيَامِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَيْرِ رَمَضَانَ وَاسْتِحْبَابِ أَنْ لَا يُخْلِيَ شَهْرًا عَنْ صَوْمٍ
وَحَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، وَهِشَامٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، - قَالَ حَمَّادٌ وَأَظُنُّ أَيُّوبَ قَدْ سَمِعَهُ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، - قَالَ سَأَلْتُ عَائِشَةَ - رضى الله عنها - عَنْ صَوْمِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ كَانَ يَصُومُ حَتَّى نَقُولَ قَدْ صَامَ قَدْ صَامَ . وَيُفْطِرُ حَتَّى نَقُولَ قَدْ أَفْطَرَ قَدْ أَفْطَرَ - قَالَتْ - وَمَا رَأَيْتُهُ صَامَ شَهْرًا كَامِلاً مُنْذُ قَدِمَ الْمَدِينَةَ إِلاَّ أَنْ يَكُونَ رَمَضَانَ .

তাহকীক:
হাদীস নং: ২৫৯১
আন্তর্জাতিক নং: ১১৫৬-৪
৩১. রমযান ব্যতীত অন্য মাসেও নবী (ﷺ) এর রোযা পালন এবং কোন মাস রোযা পালন থেকে খালি না থাকা মুস্তাহাব
২৫৯১। কুতায়বা (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে শাকীক (রাহঃ) বলেন, আমি আয়িশা (রাযিঃ) কে জিজ্ঞাসা করলামঃ পুর্ববর্তী হাদীসের অনুরূপ কিন্তু এই সনদে হিশাম ও মুহাম্মাদের নাম উল্লেখ করেন নি।
بَاب صِيَامِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَيْرِ رَمَضَانَ وَاسْتِحْبَابِ أَنْ لَا يُخْلِيَ شَهْرًا عَنْ صَوْمٍ
وَحَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ - رضى الله عنها - بِمِثْلِهِ وَلَمْ يَذْكُرْ فِي الإِسْنَادِ هِشَامًا وَلاَ مُحَمَّدًا .

তাহকীক:
হাদীস নং: ২৫৯২
আন্তর্জাতিক নং: ১১৫৬-৫
৩১. রমযান ব্যতীত অন্য মাসেও নবী (ﷺ) এর রোযা পালন এবং কোন মাস রোযা পালন থেকে খালি না থাকা মুস্তাহাব
২৫৯২। ইয়াহয়া ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... উম্মুল মু'মিনীন আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) একাধারে (নফল) রোযা পালন করে যেতেন, এমনকি আমরা বলাবলি করতাম, হয়ত তিনি রোযা ছাড়বেন না। আবার কখনও তিনি একাধারে (দীর্ঘদিন) রোযাবিহীন থাকতেন। এমন কি আমরা বলাবলি করতাম, হয়ত তিনি আর রোযা পালন করবেন না। আমি রাসূলুল্লাহ (ﷺ) কে একমাত্র রমযান মাস ছাড়া কখনও পূর্ণ মাস রোযা পালন করতে দেখিনি। আমি তাকে শাবান মাস ব্যতীত অন্য কোন মাসে অধিক সংখ্যক (নফল) রোযা পালন করতেও দেখিনি।
بَاب صِيَامِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَيْرِ رَمَضَانَ وَاسْتِحْبَابِ أَنْ لَا يُخْلِيَ شَهْرًا عَنْ صَوْمٍ
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، - رضى الله عنها - أَنَّهَا قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصُومُ حَتَّى نَقُولَ لاَ يُفْطِرُ . وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لاَ يَصُومُ . وَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ قَطُّ إِلاَّ رَمَضَانَ وَمَا رَأَيْتُهُ فِي شَهْرٍ أَكْثَرَ مِنْهُ صِيَامًا فِي شَعْبَانَ .

তাহকীক:
হাদীস নং: ২৫৯৩
আন্তর্জাতিক নং: ১১৫৬-৬
৩১. রমযান ব্যতীত অন্য মাসেও নবী (ﷺ) এর রোযা পালন এবং কোন মাস রোযা পালন থেকে খালি না থাকা মুস্তাহাব
২৫৯৩। আবু বকর ইবনে আবি শাঈবা ও আমরুন-নাকিদ (রাহঃ) ......... আবু সালামা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন আমি আয়িশা (রাযিঃ) কে রাসূলুল্লাহ এর রোযা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একাধারে রোযা পালন করে যেতেন এমনকি আমরা বলতাম তিনি রোযা পালন করেছেন (আর কখনও ভঙ্গ করবেন না)। আবার কখনও তিনি রোযা ছেড়ে দিতেন, এমনকি আমরা বলতাম, তিনি রোযা ছেড়ে দিয়েছেন (আর কখনো রোযা পালন করবেন না)।
আমি তাঁকে শাবান মাস ছাড়া অন্য কোন মাসে এত অধিক (নফল) রোযা পালন করতে দেখিনি। তিনি যেন গোটা শাবান মাসই রোযা পালন করতেন। তিনি সামান্য (কয়টি দিন) ব্যতীত গোটা শাবান মাস রোযা পালন করতেন।
আমি তাঁকে শাবান মাস ছাড়া অন্য কোন মাসে এত অধিক (নফল) রোযা পালন করতে দেখিনি। তিনি যেন গোটা শাবান মাসই রোযা পালন করতেন। তিনি সামান্য (কয়টি দিন) ব্যতীত গোটা শাবান মাস রোযা পালন করতেন।
بَاب صِيَامِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَيْرِ رَمَضَانَ وَاسْتِحْبَابِ أَنْ لَا يُخْلِيَ شَهْرًا عَنْ صَوْمٍ
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، جَمِيعًا عَنِ ابْنِ عُيَيْنَةَ، - قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، - عَنِ ابْنِ أَبِي لَبِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ - رضى الله عنها - عَنْ صِيَامِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ كَانَ يَصُومُ حَتَّى نَقُولَ قَدْ صَامَ . وَيُفْطِرُ حَتَّى نَقُولَ قَدْ أَفْطَرَ . وَلَمْ أَرَهُ صَائِمًا مِنْ شَهْرٍ قَطُّ أَكْثَرَ مِنْ صِيَامِهِ مِنْ شَعْبَانَ كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ كَانَ يَصُومُ شَعْبَانَ إِلاَّ قَلِيلاً .

তাহকীক:
হাদীস নং: ২৫৯৪
আন্তর্জাতিক নং: ৭৮২-৩
৩১. রমযান ব্যতীত অন্য মাসেও নবী (ﷺ) এর রোযা পালন এবং কোন মাস রোযা পালন থেকে খালি না থাকা মুস্তাহাব
২৫৯৪। ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) শাবান মাস ব্যতীত বছরের অন্য কোন মাসে এত অধিক রোযা পালন করতেন না। তিনি বলতেনঃ ″তোমরা যথাসাধ্য অধিক পরিমাণে ভাল কাজ কর। কারণ আল্লাহ তাআলা সাওয়াব দিতে কখনও ক্লান্ত হন না বরং তোমরাই আমল করতে করতে ক্লান্ত হয়ে পড়।″ তিনি আরও বলতেনঃ “বান্দা যে কাজ নিরবিচ্ছিন্নভাবে করতে পারে, তাই আল্লাহর কাছে অধিক প্রিয়- তার পরিমাণ কম হলেও। *”
* কেবল রমযানের পূর্ণ মাস রোযা পালন করার জন্য মুসলমানদের নির্দেশ দেওয়া হয়েছে। মহানবী প্রতি মাসেই কয়েক দিন করে নফল রোযা পালন করতেন। কিন্তু শা'বান মাসে সর্বাধিক সংখ্যক রোযা পালন করতেন। কারণ শা'বান মাস হচ্ছে রমযান মাসের জন্য প্রস্তুতি নেয়ার মাস ।
* কেবল রমযানের পূর্ণ মাস রোযা পালন করার জন্য মুসলমানদের নির্দেশ দেওয়া হয়েছে। মহানবী প্রতি মাসেই কয়েক দিন করে নফল রোযা পালন করতেন। কিন্তু শা'বান মাসে সর্বাধিক সংখ্যক রোযা পালন করতেন। কারণ শা'বান মাস হচ্ছে রমযান মাসের জন্য প্রস্তুতি নেয়ার মাস ।
بَاب صِيَامِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَيْرِ رَمَضَانَ وَاسْتِحْبَابِ أَنْ لَا يُخْلِيَ شَهْرًا عَنْ صَوْمٍ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ يَحْيَى بْنِ، أَبِي كَثِيرٍ حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الشَّهْرِ مِنَ السَّنَةِ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ وَكَانَ يَقُولُ " خُذُوا مِنَ الأَعْمَالِ مَا تُطِيقُونَ فَإِنَّ اللَّهَ لَنْ يَمَلَّ حَتَّى تَمَلُّوا " . وَكَانَ يَقُولُ " أَحَبُّ الْعَمَلِ إِلَى اللَّهِ مَا دَاوَمَ عَلَيْهِ صَاحِبُهُ وَإِنْ قَلَّ " .
হাদীস নং: ২৫৯৫
আন্তর্জাতিক নং: ১১৫৭-১
৩১. রমযান ব্যতীত অন্য মাসেও নবী (ﷺ) এর রোযা পালন এবং কোন মাস রোযা পালন থেকে খালি না থাকা মুস্তাহাব
২৫৯৫। আবুর রবী যাহরানী (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একমাত্র রমযান মাস ব্যতীত কখনও পূর্ণমাস রোযা পালন করেননি। তিনি যখন (নফল) রোযা পালন করতেন তা একাধারে করে যেতেন। এমনকি লোক মনে করত, না, আল্লাহর শপথ! তিনি আর রোযা ছাড়বেন না। আবার কখনও, তিনি রোযা পালন করা হতে বিরত থাকতেন। যাতে লোকেরা মনে করত আল্লাহর শপথ! তিনি হয়ত আর রোযা পালন করবেন না।
بَاب صِيَامِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَيْرِ رَمَضَانَ وَاسْتِحْبَابِ أَنْ لَا يُخْلِيَ شَهْرًا عَنْ صَوْمٍ
حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، - رضى الله عنهما - قَالَ مَا صَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم شَهْرًا كَامِلاً قَطُّ غَيْرَ رَمَضَانَ . وَكَانَ يَصُومُ إِذَا صَامَ حَتَّى يَقُولَ الْقَائِلُ لاَ وَاللَّهِ لاَ يُفْطِرُ . وَيُفْطِرُ إِذَا أَفْطَرَ حَتَّى يَقُولَ الْقَائِلُ لاَ وَاللَّهِ لاَ يَصُومُ .

তাহকীক:
হাদীস নং: ২৫৯৬
আন্তর্জাতিক নং: ১১৫৭-২
৩১. রমযান ব্যতীত অন্য মাসেও নবী (ﷺ) এর রোযা পালন এবং কোন মাস রোযা পালন থেকে খালি না থাকা মুস্তাহাব
২৫৯৬। মুহাম্মাদ ইবনে বাশশার ও আবু বকর ইবনে নাফি (রাহঃ) ......... আবু বিশর (রাহঃ) এই সনদ সূত্রে তিনি হাদীস বর্ণনা করেছেন ও বলেছেন, ″তিনি মদীনায় আসার পর থেকে কখনও একাধারে পুরো মাস রোযা পালন করেননি।″
بَاب صِيَامِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَيْرِ رَمَضَانَ وَاسْتِحْبَابِ أَنْ لَا يُخْلِيَ شَهْرًا عَنْ صَوْمٍ
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ وَأَبُو بَكْرِ بْنُ نَافِعٍ عَنْ غُنْدَرٍ عَنْ شُعْبَةَ عَنْ أَبِي بِشْرٍ بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ شَهْرًا مُتَتَابِعًا مُنْذُ قَدِمَ الْمَدِينَةَ

তাহকীক:
হাদীস নং: ২৫৯৭
আন্তর্জাতিক নং: ১১৫৭-৩
৩১. রমযান ব্যতীত অন্য মাসেও নবী (ﷺ) এর রোযা পালন এবং কোন মাস রোযা পালন থেকে খালি না থাকা মুস্তাহাব
২৫৯৭। আবু বকর ইবনে আবি শাঈবা ও ইবনে নুমাইর (রাহঃ) ......... উসমান ইবনে হাকীম আনসারী (রাহঃ) বলেন আমি সাঈদ ইবনে জুবাইর (রাযিঃ) এর কাছে রজব মাসে রোযা পালন সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তখন সেটা রজব মাস। তিনি উত্তরে বললেনঃ আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) রোযা পালন করে যেতেন- এমনকি আমরা মনে করতাম তিনি হয়ত আর রোযা ছাড়বেন না। আবার কখনও তিনি রোযা থেকে বিরত থাকতেন-- এমনকি আমরা মনে করতাম, তিনি হয়ত আর রোযা পালন করবেন না।
بَاب صِيَامِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَيْرِ رَمَضَانَ وَاسْتِحْبَابِ أَنْ لَا يُخْلِيَ شَهْرًا عَنْ صَوْمٍ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ حَكِيمٍ الأَنْصَارِيُّ، قَالَ سَأَلْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ عَنْ صَوْمِ، رَجَبٍ - وَنَحْنُ يَوْمَئِذٍ فِي رَجَبٍ - فَقَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ - رضى الله عنهما - يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصُومُ حَتَّى نَقُولَ لاَ يُفْطِرُ . وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لاَ يَصُومُ .

তাহকীক:
হাদীস নং: ২৫৯৮
আন্তর্জাতিক নং: ১১৫৭-৪
৩১. রমযান ব্যতীত অন্য মাসেও নবী (ﷺ) এর রোযা পালন এবং কোন মাস রোযা পালন থেকে খালি না থাকা মুস্তাহাব
২৫৯৮। আলী ইবনে হুজর ও ইবরাহীম ইবনে মুসা (রাহঃ) ......... উসমান ইবনে হাকীম (রাহঃ) এর সূত্রে এই সনদে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।
بَاب صِيَامِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَيْرِ رَمَضَانَ وَاسْتِحْبَابِ أَنْ لَا يُخْلِيَ شَهْرًا عَنْ صَوْمٍ
وَحَدَّثَنِيهِ عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، ح وَحَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، كِلاَهُمَا عَنْ عُثْمَانَ بْنِ حَكِيمٍ، فِي هَذَا الإِسْنَادِ . بِمِثْلِهِ .

তাহকীক:
হাদীস নং: ২৫৯৯
আন্তর্জাতিক নং: ১১৫৮
৩১. রমযান ব্যতীত অন্য মাসেও নবী (ﷺ) এর রোযা পালন এবং কোন মাস রোযা পালন থেকে খালি না থাকা মুস্তাহাব
২৫৯৯। যুহাইর ইবনে হারব, ইবনে আবু খালফ ও আবু বকর ইবনে নাফি (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) রোযা পালন করে যেতেন, এমনকি বলা হতো তিনি রোযা পালন করে যাচ্ছেন, তিনি রোযা পালন করে যাচ্ছেন। আবার তিনি রোযা পালন হতে বিরত থাকতেন, এমনকি বলা হতো তিনি বিরত থাকছেন তিনি বিরত থাকছেন।
بَاب صِيَامِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَيْرِ رَمَضَانَ وَاسْتِحْبَابِ أَنْ لَا يُخْلِيَ شَهْرًا عَنْ صَوْمٍ
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ أَبِي خَلَفٍ، قَالاَ حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، رضى الله عنه ح. وَحَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ، - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ، رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَصُومُ حَتَّى يُقَالَ قَدْ صَامَ قَدْ صَامَ . وَيُفْطِرُ حَتَّى يُقَالَ قَدْ أَفْطَرَ قَدْ أَفْطَرَ .

তাহকীক: