মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني
সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২৩ টি
হাদীস নং: ৬০
সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধের দায়িত্ব পালন না করলে প্রত্যেক জাতি ধ্বংস হবে
৬০. নু'মান ইবনে বশীর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে অবস্থানকারী ও সীমালংঘনকারী ব্যক্তি; অন্য বর্ণনায় সীমা অতিক্রমকারীর দৃষ্টান্ত হলো যেন একদল লোক, যারা লটারীর মাধ্যমে একটি সমুদ্রযানে উঠলো। তাদের কতক নীচের তলায়, আর কতক ওপরের তলায় স্থান পেল। নীচের তালার লোকদের পানির প্রয়োজন হলে তারা উপর তালায় উঠে, এতে উপরের তালার লোকেরা বিরক্তবোধ করে। তখন উপরের তালার লোকেরা বললো, তোমাদেরকে উপরে উঠে আমাদের বার বার কষ্ট দেয়ার সুযোগ দেব না। তখন নীচের তালার লোকেরা বললো, তাহলে আমরা সমুদ্রযানের নীচে ছিদ্র করে পানির ব্যবস্থা করব। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, এমতাবস্থায় যদি তারা নীচের তালার লোকদেরকে ছিদ্র করা থেকে বিরত না রাখে এবং তাদেরকে এ অবস্থায় ছেড়ে দেয় (ছিদ্র করতে দেয়) তাহলে তো সকলেই ডুবে মারা যাবে।
كتاب الأمر بالمعروف والنهي عن المنكر
باب هلاك كل أمة لم تقم بهذا الواجب
عن النعمان بن بشير قال قال رسول الله صلى الله عليه وسلم مثل القائم على حدود الله تعالى (9) والمدهن فيها (وفي رواية والواقع فيها) (10) كمثل قوم استهموا على سفينة (11) في البحر فأصاب بعضهم أسفلها وأصاب بعضهم أعلاها فكان الذين في أسفلها يصعدون فيستقون الماء فيصبون على الذين في أعلاها فقال الذين في أعلاها لا ندعكم تصعدون فتؤذوننا فقال الذين في أسفلها فأنا ننقبها من أسفلها فنستقى قال فإن أخذوا على أيديهم (12) فمنعوهم نجوا جميعا وان تركوهم غرقوا جميعا
তাহকীক:
হাদীস নং: ৬১
সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধের দায়িত্ব পালন না করলে প্রত্যেক জাতি ধ্বংস হবে
৬১. আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা জিজ্ঞাসা এর হলো, হে আল্লাহর রাসূল (ﷺ)। আমরা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা কখন ত্যাগ করবো? তিনি বলেন, যখন তোমাদের মাঝে সে সব বিষয় প্রকাশ পাবে, যা বনি ইসরাঈলদের মাঝে প্রকাশ পেয়েছিল। আর তা হলো, যখন তোমাদের বয়স্ক লোক অশ্লীল কার্যকলাপে লিপ্ত হবে এবং তোমাদের মধ্যকার নিকৃষ্ট তরুণদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা চলে যাবে। আর নিকৃষ্ট ও নীচ ব্যক্তিরা জ্ঞানের অধিকারী হবে।
كتاب الأمر بالمعروف والنهي عن المنكر
باب هلاك كل أمة لم تقم بهذا الواجب
عن أنس بن مالك قال قيل يا رسول الله متى ندع الائتمار بالمعروف والنهي عن المنكر؟ قال إذا ظهر فيكم ما ظهر في بني اسرائيل إذا كانت الفاحشة في كباركم والملك في صغاركم والعلم في رذالكم
তাহকীক:
হাদীস নং: ৬২
সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধের দায়িত্ব পালন না করলে প্রত্যেক জাতি ধ্বংস হবে
৬২. 'আইশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল (ﷺ) আমার নিকট প্রবেশ করলেন তখন তার চেহারায় উৎকণ্ঠাভাব পরিলক্ষিত হচ্ছিল। এরপর তিনি অযু কারো সাথে কথা না বলে বের হয়ে পড়লেন, তখন আমি হুজরার নিকটে গেলাম এবং তাকে বলতে শুনলাম, তিনি বললেন, হে মানুষ! আল্লাহ্ তা'আলা বলেছেন, "তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজে বাধা দেবে এমন সময় আসার পূর্বে, যখন তোমরা আমার নিকট দু'আ করবে, কিন্তু উত্তর দেওয়া হবে না। তোমরা আমার নিকট চাবে, কিন্তু আমি তোমাদেরকে দিবো না। তোমরা সাহায্য চাবে, কিন্তু তোমাদেরকে সাহায্য করা হবে না।"
كتاب الأمر بالمعروف والنهي عن المنكر
باب هلاك كل أمة لم تقم بهذا الواجب
عن عائشة رضي الله عنها قالت دخل على رسول الله صلى الله عليه وسلم فعرفت في وجهه أن قد حفزه (3) شيء فتوضأ ثم خرج فلم يكلم أحدا فدنوت من الحجرات فسمعته يقول يا أيها الناس ان الله عز وجل يقول مروا بالمعروف وانهوا عن المنكر من قبل أن تدعوني فلا أجيبكم وتسألوني فلا أعطيكم وتستنصروني فلا أنصركم
তাহকীক: