ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৬৫৮
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র
পরিচ্ছেদঃ দুআর মর্যাদা এবং দুআ না করার নিন্দা
(২৬৫৮) নু'মান ইবন বাশীর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দুআ বা প্রার্থনাই হল ইবাদত।
كتاب الذكر و الدعاء
عن النُعمان بن بشير رضي الله عنه مرفوعا: الدعاء هو العبادة.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৬৫৯
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র
পরিচ্ছেদঃ দুআর মর্যাদা এবং দুআ না করার নিন্দা
(২৬৫৯) আনাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দুআ বা প্রার্থনা ইবাদতের মগজ।
كتاب الذكر و الدعاء
عن أنس رضي الله عنه مرفوعا: الدعاء مخ العبادة.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৬৬০
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র
পরিচ্ছেদঃ দুআর মর্যাদা এবং দুআ না করার নিন্দা
(২৬৬০) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর কাছে দুআর চেয়ে অধিক সম্মানিত আর কিছুই নেই।
كتاب الذكر و الدعاء
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: ليس شيء أكرم على الله من الدعاء
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৬৬১
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র
পরিচ্ছেদঃ দুআর মর্যাদা এবং দুআ না করার নিন্দা
(২৬৬১) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না আল্লাহ তার উপর ক্রোধান্বিত হন।
كتاب الذكر و الدعاء
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من لا يدعو الله يغضب عليه
tahqiq

তাহকীক: