ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৬১০
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
লোক হাসানোর জন্য মিথ্যা বলার পাপ
(২৬১০) মুআবিয়া ইবন হাইদা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ধ্বংস তার জন্য, যে কথা বলার সময় লোক হাসানোর জন্য মিথ্যা কথা বলে ধ্বংস তার জন্য! ধ্বংস তার জন্য!!
كتاب الإحسان
عن معاوية بن حيدة رضي الله عنه مرفوعا: ويل للذي يحدث فيكذب ليضحك به القوم ويل له ويل له.
tahqiq

তাহকীক: