ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৫৯৯
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
মুসলিমকে গালি দেওয়া, যুদ্ধ করা, ক্ষতি করা বা ষড়যন্ত্র করার নিন্দা
(২৫৯৯) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুসলিমকে গালি দেওয়া পাপ এবং তার সাথে যুদ্ধ করা কুফরি।
كتاب الإحسان
عن ابن مسعود رضي الله عنه مرفوعا: سباب المسلم فسوق وقتاله كفر.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৬০০
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
মুসলিমকে গালি দেওয়া, যুদ্ধ করা, ক্ষতি করা বা ষড়যন্ত্র করার নিন্দা
(২৬০০) আবু সিরমা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ অন্যের ক্ষতি করে তবে আল্লাহ তার ক্ষতি করবেন এবং যদি কেউ অন্যকে কষ্ট দেয় তবে আল্লাহ তাকে কষ্ট দিবেন।
كتاب الإحسان
عن أبي صرمة رضي الله عنه مرفوعا: من ضار ضار الله به ومن شاق شاق الله عليه.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৬০১
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
মুসলিমকে গালি দেওয়া, যুদ্ধ করা, ক্ষতি করা বা ষড়যন্ত্র করার নিন্দা
(২৬০১) আবু বাকর সিদ্দীক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের ক্ষতি করে বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সে ব্যক্তি অভিশপ্ত।
كتاب الإحسان
عن أبي بكر الصديق رضي الله عنه مرفوعا: ملعون من ضار مؤمنا أو مكر به.
tahqiq

তাহকীক: