ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৫৯৮
পরস্পরে হিংসা করা
(২৫৯৮) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা পরস্পরে হিংসা করবে না, বেচাকেনায় প্রবঞ্চনামূলক দালালি করে মূল্যবৃদ্ধি করবে না, পরস্পরে বিদ্বেষ করবে না, পরস্পরে সম্পর্ক ছিন্ন করবে না এবং একজনের বেচাকেনা বা দরাদরির মধ্যে অন্য বেচাকেনা করবে না। আর তোমরা পরস্পরে আল্লাহর বান্দা ভাইভাই হয়ে যাও। এক মুসলিম অন্য মুসলিমের ভাই, সে তাকে অত্যাচার করে না, বিপদে পরিত্যাগ করে না এবং অবজ্ঞা করে না। তিনি তাঁর বক্ষের দিকে ইশারা করে তিনবার বলেন, তাকওয়া বা আল্লাহ-ভীতি এখানে । একজন মানুষের জন্য বড় অন্যায় যে, সে তার মুসলিম ভাইকে অবজ্ঞা করবে। একজন মুসলিমের জন্য অন্য মুসলিমের সবই নিষিদ্ধ: তার রক্ত, তার সম্পদ ও তার সম্মান।
عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا ولا يبع بعضكم على بيع بعض وكونوا عباد الله إخوانا المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يحقره التقوى هاهنا ويشير إلى صدره ثلاث مرات بحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা