ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৫৭৪
ভরপেট খাওয়ার নিন্দা
(২৫৭৪) মিকদাম ইবন মা'দীকারিব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মানুষ পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র কখনো ভরে নি। আদম সন্তানের জন্য তার মেরুদণ্ড সুদৃঢ় রাখে এমন অল্প খাবারই যথেষ্ট । আর যদি (পেট ভরে খাওয়া ছাড়া) কোনো উপায় না থাকে তবে পেটের একতৃতীয়াংশ তার খাদ্যের জন্য, এক তৃতীয়াংশ তার পানীয়ের জন্য এবং একতৃতীয়াংশ তার শ্বাসপ্রশ্বাসের জন্য।
عن مقدام بن معدي كرب رضي الله عنه مرفوعا: ما ملأ آدمي وعاء شرا من بطن. يحسب ابن آدم أكلات يقمن صلبه فإن كان لا محالة فثلث لطعامه وثلث لشرابه وثلث لنفسه.

তাহকীক:
তাহকীক চলমান
