ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৫৭৩
আল্লাহকে সংরক্ষণ করা, তাঁর নিকটে প্রার্থনা করা, আশ্রয় চাওয়া এবং তাঁর উপর নির্ভর করার মর্যাদা এবং সবকিছুই নির্ধারিত
(২৫৭৩) ইবন আব্বাস রা. বলেন, একদিন আমি রাসূলুল্লাহ (ﷺ) এর পেছনে ছিলাম । তখন তিনি বললেন, হে কিশোর, আমি তোমাকে কয়েকটি কথা শিক্ষা দিচ্ছি: তুমি আল্লাহকে সংরক্ষণ করবে তাহলে তিনি তোমাকে সংরক্ষণ করবেন। তুমি আল্লাহকে সংরক্ষণ করবে তাহলে তুমি তাকে তোমার সামনে পাবে। যখন তুমি প্রার্থনা করবে তখন আল্লাহর কাছেই প্রার্থনা করবে এবং যখন তুমি সাহায্য চাইবে তখন তুমি আল্লাহরই সাহায্য চাইবে । আর জেনে রাখো, যদি সকল সৃষ্টি একত্রিত হয় তোমার কল্যাণ করতে তবে আল্লাহ তোমার জন্য যা লিপিবদ্ধ করেছেন তার অতিরিক্ত কোনো কল্যাণ তারা তোমার জন্য করতে পারবে না এবং যদি সকল সৃষ্টি একত্রিত হয় তোমার ক্ষতি করতে তবে আল্লাহ তোমার বিরুদ্ধে যা লিপিবদ্ধ করেছেন তার অতিরিক্ত কোনো ক্ষতি তারা তোমার জন্য করতে পারবে না । কলমগুলোকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং কাগজগুলো শুকিয়ে গিয়েছে।
عن ابن عباس رضي الله عنهما قال: كنت خلف النّبي صلى الله عليه وسلم يوما فقال: يا غلام إني أعلمك كلمات: إحفظ الله يحفظك احفظ الله تجده تجاهك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك رفعت الأقلام وجفت الصحف.

তাহকীক:
তাহকীক চলমান
