ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪১. ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৫৩৭
ক্রীতদাস উত্তরাধিকার পাবে না
(২৫৩৭) তাবিয়ি শা’বি বলেন, আলী রা. এবং যাইদ ইবন সাবিত রা. বলেন, (উত্তরাধিকার লাভের ক্ষেত্রে) ক্রীতদাসগণ এবং আহলে কিতাবগণ (ইয়াহুদি-খ্রিস্টানগণ) মৃতগণের মতো।
عن الشعبي عن علي وزيد رضي الله عنهما قالا: المملوكون وأهل الكتاب بمنزلة الأموات.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৫৩৮
ক্রীতদাস উত্তরাধিকার পাবে না
(২৫৩৮) তাবিয়ি ইবরাহীম নাখয়ি বলেন, আলী রা. ও যাইদ ইবন সাবিত রা. বলেছেন, ক্রীতদাসগণ এবং আহলে কিতাবগণ (ইয়াহুদি খ্রিস্টানগণ) উত্তরাধিকার রোধ করবে না এবং উত্তরাধিকার লাভ করবে না। এবং আব্দুল্লাহ ইবন মাসউদ রা. বলেন, তারা উত্তরাধিকার রোধ করবে, তবে উত্তরাধিকার লাভ করবে না।
عن إبراهيم أن عليا وزيدا رضي الله عنهما قالا: المملوكين وأهل الكتاب لا يحجبون ولا يرثون وقال عبد الله رضي الله عنهما: يحجبون ولا يرثون.

তাহকীক:
তাহকীক চলমান