ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪১. ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ২৫৩৫
ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
মুসলিম কাফিরের উত্তরাধিকার পাবে না
(২৫৩৫) উসামা ইবন যাইদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুসলিম কাফিরের উত্তরাধিকার পাবে না এবং কাফির মুসলিমের উত্তরাধিকার পাবে না।
كتاب الوصايا و الفرائض
عن أسامة بن زيد رضي الله عنه مرفوعا: لا يرث المسلم الكافر ولا يرث الكافر المسلم.
তাহকীক:
হাদীস নং: ২৫৩৬
ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
মুসলিম কাফিরের উত্তরাধিকার পাবে না
(২৫৩৬) আব্দুল্লাহ ইবন আমর এবং জাবির১ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দুই ধর্মের মানুষেরা পরস্পরের উত্তরাধিকার লাভ করবে না।
كتاب الوصايا و الفرائض
عن جابر رضي الله عنه مرفوعا: لا يتوارث أهل ملتين.
তাহকীক: