ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪০. অপরাধ ও সাজার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৫০৭
কাসামার ক্ষেত্রে বিবাদীগণ শপথ করবেন
(২৫০৭) সাহল ইবন আবু হাসমা রা. বলেন, তার গোত্রের কিছু মানুষ খাইবারে গমন করেন তারা খাইবারের অভ্যন্তরে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে পড়েন এবং তারা তাদের একজনকে নিহত দেখতে পান। যেখানে নিহত ব্যক্তিকে পাওয়া যায় তথাকার মানুষদেরকে তারা বলেন, তোমরা আমাদের সঙ্গীকে হত্যা করেছ। তারা বলে, আমরা হত্যা করি নি এবং কে হত্যা করেছে তাও জানি না । তখন তারা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট গমন করেন এবং বলেন, হে আল্লাহর রাসূল, আমরা খাইবারে গমন করি এবং তথায় আমাদের একজনকে নিহত অবস্থায় দেখতে পায় । রাসূলুল্লাহ (ﷺ) বলেন, হত্যাকারী কে তা কি তোমরা প্রমাণ করতে পারবে? তারা বলেন, আমাদের তো কোনো প্রমাণ নেই । তিনি বলেন, তাহলে তারা (যেখানে মৃতদেহ পাওয়া গিয়েছে তথাকার মানুষেরা) শপথ করবে (শপথ করে হত্যার দায়িত্ব স্বীকার বা অস্বীকার করবে)। তারা বলেন, ইয়াহুদিদের শপথে আমাদের আস্থা নেই । তখন রাসূলুল্লাহ (ﷺ) অপছন্দ করলেন যে, এভাবে নিহত ব্যক্তির রক্ত বৃথা চলে যাবে, এজন্য তিনি নিজে যাকাতের উট থেকে একশত উট দিয়ে তার দিয়াত বা রক্তমূল্য আদায় করেন।
عن سهل بن أبي حثمة رضي الله عنه أن نفرا من قومه انطلقوا إلى خيبر فتفرقوا فيها ووجدوا أحدهم قتيلا وقالوا للذي وجد فيهم: قد قتلتم صاحبنا قالوا: ما قتلنا ولا علمنا قاتلا فانطلقوا إلى النبي صلى الله عليه وسلم فقالوا: يا رسول الله انطلقنا إلى خيبر فوجدنا أحدنا قتيلا فقال لهم: تأتون بالبينة على من قتله قالوا: ما لنا بينة قال: فيحلفون قالوا: لا نرضى بأيمان اليهود فكره رسول الله صلى الله عليه وسلم أن يبطل دمه فوداه مائة من إبل الصدقة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:২৫০৮
কাসামার ক্ষেত্রে বিবাদীগণ শপথ করবেন
(২৫০৮) রাফি' ইবন খাদীজ রা. উপরের ঘটনার বর্ণনায় বলেন, ঘটনার বিবরণ শুনে রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে বললেন, তোমাদের কি দুজন সাক্ষী আছে, যারা তোমাদের সঙ্গীর হত্যার বিষয়ে সাক্ষ্য প্রদান করবে? তারা সাক্ষীর বিষয়ে অপারগতা প্রকাশ করলে তিনি বলেন, তাহলে তোমরা বিবাদীদের মধ্য থেকে- যেখানে নিহত ব্যক্তির লাশ পাওয়া গিয়েছে তথাকার মানুষদের মধ্য থেকে ৫০ জনকে বেছে নিয়ে তাদেরকে শপথ করাও। তারা শপথ করাতেও অস্বীকার করেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর নিজের পক্ষ থেকে তার দিয়াত প্রদান করেন।
عن رافع بن خدیج رضي الله عنه نحوه وفيه: لكم شاهدان يشهدان على قتل صاحبكم... قال فاختاروا منهم خمسين فاستخلفوهم فأبوا فوداه النبي صلى الله عليه وسلم من عنده.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:২৫০৯
কাসামার ক্ষেত্রে বিবাদীগণ শপথ করবেন
(২৫০৯) তাবিয়ি কাসিম ইবন আব্দুর রহমান বলেন, কুফার দুইব্যক্তি (হজ্জের মওসুমে) উমার ইবনুল খাত্তাব রা.র নিকট গমন করেন। তারা দেখতে পান যে, তিনি বাইতুল্লাহ থেকে বেরিয়ে (মিনার দিকে) চলে গিয়েছেন। তারা পথে তার সাথে মিলিত হয়ে বলেন, হে আমীরুল মুমিনীন, আমাদের এক চাচাতো ভাই নিহত হয়েছে, তার রক্তের ব্যাপারে আমরা সবাই সমান । উমার রা. তাদের কথা শুনে চুপ করে থাকলেন... অবশেষে তিনি বললেন, যদি দুজন ন্যায়পরায়ণ সৎ সাক্ষী থাকে যারা হত্যাকারীকে চিহ্নিত করে সাক্ষী দেয় তবে আমরা হত্যাকারীকে মৃত্যুদণ্ড প্রদান করব । তা না হলে বিবাদীগণ শপথ করবে...।
عن القاسم بن عبد الرحمن قال: انطلق رجلان من أهل الكوفة إلى عمر بن الخطاب رضي الله عنه فوجداه قد صدر عن البيت ... فقالا: يا أمير المؤمنين ابن عم لنا قتل نحن إليه شرع سواء في الدم وهو ساكت عنهما... فقال: شاهدان ذوا عدل تجيئان بهما على من قتله فنقيدكم منه وإلا خلف من يدراكم
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৫১০
কাসামার ক্ষেত্রে বিবাদীগণ শপথ করবেন
(২৫১০) তাবিয়ি সুলাইমান ইবন ইয়াসার বলেন, বনু সা'দ গোত্রের একব্যক্তি ঘোড়া চালিয়ে যাওয়ার সময় তার ঘোড়াটি জুহাইনা গোত্রের একব্যক্তির আঙুল মাড়িয়ে দেয়। আঙুলের রক্তক্ষরণে লোকটি মারা যায়। তখন উমার ইবনুল খাত্তাব যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাদেরকে (বনু সা'দ গোত্রের মানুষদেরকে) বললেন, উক্ত ক্ষতের কারণে তার মৃত্যু হয় নি, এই মর্মে তোমরা কি পঞ্চাশটি শপথ করবে? তারা এরূপ শপথ করতে অস্বীকার করেন এবং এতে পাপ হতে পারে বলে তারা ভয় পান। তখন তিনি অন্যদেরকে (বাদীগণকে) বলেন, তোমরা কি শপথ করবে (যে, উক্ত ক্ষতের কারণেই তার মৃত্যু হয়েছে ) ? তারাও এরূপ শপথ করতে অস্বীকার করেন । তখন উমার বনু সা'দ গোত্রকে অর্ধেক দিয়াত প্রদানের নির্দেশ দেন।
عن سليمان بن يسار أن رجلا من بني سعد بن ليث أجرى فرسا فوطئ على إصبع رجل من جهينة فنزي منها فمات فقال عمر بن الخطاب رضي الله عنه للذي ادعي عليهم أتحلفون بالله خمسين يمينا ما مات منها فأبوا وتخرجوا وقال للآخرين أتحلفون أنتم فأبوا فقضى عمر بن الخطاب رضي الله عنه بشطر الدية على السعديين.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা