ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪০. অপরাধ ও সাজার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৪৯৪
অপরাধ ও সাজার অধ্যায়
গর্ভপাত বা ভ্রুণ হত্যার দিয়াত
(২৪৯৪) আবু হুরাইরা রা. বলেন, (বনু লাহইয়ান গোত্রের এক মহিলা অন্য মহিলাকে আঘাত করলে আঘাতপ্রাপ্ত মহিলার গর্ভপাত ঘটে) রাসূলুল্লাহ (ﷺ) গর্ভস্থ শিশুর হত্যার কারণে দিয়াতের দশভাগের একভাগ বা বিশভাগের একভাগ একটি ক্রীতদাস বা দাসী দিয়াত প্রদানের ফায়সালা দেন।
كتاب الجنايات
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قضى في جنين امرأة من بني لحيان بغرة عبد أو أمة.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৪৯৫
অপরাধ ও সাজার অধ্যায়
গর্ভপাত বা ভ্রুণ হত্যার দিয়াত
(২৪৯৫) আবুল মালীহ হুযালি তার পিতা থেকে অনুরূপ ঘটনা বর্ণনা করে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) উক্ত মৃত শিশুটির বিষয়ে বলেন, এর জন্য একটি ক্রীতদাস বা দাসী দিয়াত প্রদান করতে হবে। অথবা ৫০০ (রৌপ্যমুদ্রা), অথবা একটি ঘোড়া, অথবা ১২০টি মেষ।
كتاب الجنايات
عن أبي المليح الهذلي عن أبيه مرفوعا في قصة نحوها: فيه غرة عبدا أو أمة أو خمسمائة أو فرس أو عشرون ومائة شاة.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৪৯৬
অপরাধ ও সাজার অধ্যায়
গর্ভপাত বা ভ্রুণ হত্যার দিয়াত
(২৪৯৬) তাবিয়ি শা'বি বলেন, এইরূপ দিয়াত হল ৫০০ দিরহাম। কাতাদা বলেন, এইরূপ দিয়াত ৫০ দীনার।
كتاب الجنايات
عن الشعبي قال: الغرة خمسمائة وعن قتادة قال: الغرة خمسون دينارا.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৪৯৭
অপরাধ ও সাজার অধ্যায়
গর্ভপাত বা ভ্রুণ হত্যার দিয়াত
(২৪৯৭) ইবন আব্বাস রা. বলেন, উমার রা. ভ্রুণ বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর বিচার সম্পর্কে প্রশ্ন করেন । তখন হামাল ইবন মালিক ইবন নাবিগা উঠে বলেন, আমি দুজন মহিলার মাঝে ছিলাম তাদের একজন অন্যজনকে তাঁবুর একটি খুঁটি দিয়ে আঘাত করে এবং উক্ত মহিলা ও তার গর্ভের সন্তানকে হত্যা করে । তখন রাসূলুল্লাহ (ﷺ) গর্ভস্থ সন্তান হত্যার কারণে দিয়াতের দশভাগের বা বিশভাগের একভাগ (একটি ক্রীতদাস বা দাসী) দিয়াত প্রদানের নির্দেশ দেন এবং মহিলাটির হত্যার কারণে উক্ত ঘাতক মহিলাকে মৃত্যুদণ্ড প্রদানের নির্দেশ দেন।
كتاب الجنايات
عن ابن عباس عن عمر رضي الله عنهما أنه سأل عن قضية النّبي صلى الله عليه وسلم في الجنين فقام حمل بن مالك بن النابغة فقال: كنتُ بين امرأتين فضربت إحداهما الأخرى بمسطح فقتلتها وجنينها فقضى رسول الله صلى الله عليه وسلم في جنينها بغرة وأن تقتل.
tahqiq

তাহকীক: