ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪০. অপরাধ ও সাজার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৪৭১
অপরাধ ও সাজার অধ্যায়
উভয় পক্ষের সম্মতিতে মৃত্যুদণ্ডের পরিবর্তে দিয়াত প্রদান করা যাবে
(২৪৭১) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, (একটি দীর্ঘ হাদীসের মধ্যে) তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যদি কারো কেউ নিহত হয় তবে দুইটি বিষয়ের যাকে উত্তম মনে করবে তা গ্রহণ করবে: ১. হয় সে ক্ষতিপূরণ হিসেবে দিয়াত বা রক্তমূল্য গ্রহণ করবে, ২. নতুবা সে বদলা হিসেবে মৃত্যুদণ্ড দাবি করবে।
كتاب الجنايات
عن أبي هريرة رضي الله عنه مرفوعا في حديث طويل: من قتل له قتيل فهو بخير النظرين إما أن يفدى وإما أن يقيد.