ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪০. অপরাধ ও সাজার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৪৬৪
অপরাধ ও সাজার অধ্যায়
মুসলিম রাষ্ট্রে বসবাসরত অমুসলিমকে হত্যার জন্য মুসলিমকে মৃত্যুদণ্ড প্রদান
(২৪৬৪) তাবিয়ি আব্দুর রহমান ইবনুল বাইলামানি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট একজন মুসলিমকে আনয়ন করা হয়, যে একজন চুক্তিবদ্ধ যিম্মি বা অমুসলিম নাগরিককে হত্যা করেছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে পাঠিয়ে দেন এবং তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয় । এবং তিনি বলেন, যিম্মা বা অমুসলিম নাগরিকদের নিরাপত্তা রক্ষার চুক্তি পালনের ক্ষেত্রে আমিই অগ্রবর্তী।
كتاب الجنايات
عن عبد الرحمن بن البيلماني أن رسول الله صلى الله عليه وسلم أتي برجل من المسلمين قتل معاهدا من أهل الذمة فقدمه رسول الله صلى الله عليه وسلم فضرب عنقه وقال: أنا أولى من أوفى بذمته.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৪৬৫
অপরাধ ও সাজার অধ্যায়
মুসলিম রাষ্ট্রে বসবাসরত অমুসলিমকে হত্যার জন্য মুসলিমকে মৃত্যুদণ্ড প্রদান
(২৪৬৫) নাযযাল ইবন সাবরা বলেন, একজন মুসলিম একজন কাফিরকে হত্যা করে। তখন নিহত ব্যক্তির ভাই খলীফা উমার রা.র নিকট গমন করে । উমার তার প্রশাসককে লিখে পাঠান যে তাকে মৃত্যুদণ্ড প্রদান করতে হবে। এতে তারা বলতে থাকে, জুবাইরকে কি হত্যা করা হয়েছে? [জুবাইর, হত্যা করো]। সে বলে, ক্রোধ আসলেই তাকে হত্যা করা হবে। তখন উমার রা. তাকে মৃত্যুদণ্ডের বদলে রক্তমূল্য বা দিয়াত দেওয়ার নির্দেশ লিখে পাঠান।
كتاب الجنايات
عن النزال بن سبرة قال: قتل رجل من المسلمين رجلا من الكفار فذهب أخوه إلى عمر رضي الله عنه فكتب عمر أن يقتل فجعلوا يقولون: أقتل جبير [أ قتل جبير؟] فيقول حتى يجيء الغيظ قال: فكتب عمر أن يودي ولا يقتل.