ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৭. হালাল-হারাম পানীয় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৪২৮
মদের কারণে যারা অভিশপ্ত
(২৪২৮) ইবন উমার রা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ অভিশপ্ত করেছেন মদকে, যে ব্যক্তি মদ পান করে তাকে, যে ব্যক্তি মদ পান করায় তাকে, যে ব্যক্তি মদ ক্রয় করে তাকে, যে ব্যক্তি মদ বিক্রয় করে তাকে, যে ব্যক্তি মদের জন্য ফলের রস তৈরী করে তাকে, যে ব্যক্তি মদের জন্য ফলের রস তৈরী করায় তাকে, যে ব্যক্তি মদ বহন করে তাকে এবং যার কাছে মদ বহন করে নিয়ে যাওয়া হয় তাকে।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: لعن الله الخمر وشاربها وساقيها وبائعها ومبتاعها وعاصرها ومعتصرها وحاملها والمحمولة إليه... وآكل ثمنها
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান