ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৬. অনাবাদী জমি আবাদ করা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৪১৯
অনাবাদী জমি আবাদ করা
কোনো পতিত ভূমি আবাদ করা বা প্রাচীর দ্বারা আব্দ্ধ করা
(২৪১৯) উরওয়া আয়িশা রা. থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ কোনো মালিকানাবিহীন ভূমি আবাদ করে তবে সেই জমির মালিকানার অধিকার তারই বেশী। উরওয়া বলেন, উমার রা. তার খিলাফতকালে এই হাদীসের ভিত্তিতে ফয়সালা দান করেন।
كتاب إحياء الموات
عن عروة عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال: من أعمر أرضا ليست لأحد فهو أحق قال عروة: قضى به عمر رضي الله عنه في خلافته
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৪২০
অনাবাদী জমি আবাদ করা
কোনো পতিত ভূমি আবাদ করা বা প্রাচীর দ্বারা আব্দ্ধ করা
(২৪২০) সায়ীদ ইবন যাইদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ কোনো মৃত জমি, অর্থাৎ মালিকবিহীন পতিত জমি আবাদ করে তবে সেই জমি তার ।
كتاب إحياء الموات
عن سعيد بن زيد رضي الله عنه مرفوعا: من أحيا أرضا ميتة فهي له.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৪২১
অনাবাদী জমি আবাদ করা
কোনো পতিত ভূমি আবাদ করা বা প্রাচীর দ্বারা আব্দ্ধ করা
(২৪২১) সামুরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কেউ যদি কোনো (পতিত মালিকবিহীন) জমির উপরে প্রাচীর বা বেড়া নির্মাণ করে তবে সেই জমি তার ।
كتاب إحياء الموات
عن سمرة رضي الله عنه مرفوعا: من أحاط حائطا على أرض فهي له.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৪২২
অনাবাদী জমি আবাদ করা
কোনো পতিত ভূমি আবাদ করা বা প্রাচীর দ্বারা আব্দ্ধ করা
(২৪২২) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মৃত-পতিত মালিকানাবিহীন ভূমি আল্লাহর ও তাঁর রাসূল (ﷺ) এর। অতএব যে ব্যক্তি এরূপ কোনো ভূমি আবাদ করবে সেই জমির মালিকানা সে লাভ করবে।
كتاب إحياء الموات
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: موتان الأرض لله ولرسوله فمن أحيا منها شيئا فهي له.