ফিকহুস সুনান ওয়াল আসার

৩৬. অনাবাদী জমি আবাদ করা

হাদীস নং: ২৪২২
কোনো পতিত ভূমি আবাদ করা বা প্রাচীর দ্বারা আব্দ্ধ করা
(২৪২২) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মৃত-পতিত মালিকানাবিহীন ভূমি আল্লাহর ও তাঁর রাসূল (ﷺ) এর। অতএব যে ব্যক্তি এরূপ কোনো ভূমি আবাদ করবে সেই জমির মালিকানা সে লাভ করবে।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: موتان الأرض لله ولرسوله فمن أحيا منها شيئا فهي له.

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এখানে 'মৃত জমি আল্লাহর ও তাঁর রাসূলের' বলা থেকে বোঝা যায় যে, রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রীয় প্রশাসনের অনুমতি ছাড়া কেউ এইরূপ সম্পত্তির বিশেষ অধিকার বা মালিকানা লাভ করবে না। আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৪২২ | মুসলিম বাংলা