ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৪০৭
যুগ বা সময়কে গালি দেওয়ার নিন্দা
(২৪০৭) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মহান আল্লাহ বলেন, আদম সন্তান আমাকে কষ্ট দেয়। সে যুগ-সময়কে গালি দেয়। আর আমিই যুগ (যুগ সময়ের নিয়ন্ত্রক)। আমার হাতেই আদেশ । আমিই রাত্রি ও দিনের পরিবর্তন ঘটাই।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا عن الله: يؤذيني ابن آدم يسب الدهر وأنا الدهر بيدي الأمر أقلب الليل والنهار
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান