ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ২৪০৬
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
হাঁচির উত্তর দেওয়া
(২৪০৬) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ হাঁচি দিলে সে যেন বলে, 'আলহামদু লিল্লাহ' (প্রশংসা আল্লাহর নিমিত্ত)। আর তার ভাই বা তার সাথি যেন বলে, 'ইয়ারহামুকাল্লাহ' (আল্লাহ আপনাকে রহমত করুন)। যদি সে 'ইয়ারহামুকাল্লাহ' বলে তবে যেন হাঁচি দানকারী বলে, 'ইয়াহদীকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম' (আল্লাহ আপনাদেরকে সুপথে পরিচালিত করুন এবং আপনাদের অবস্থা সুন্দর করুন) ।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا قال: إذا عطس أحدكم فليقل: الحمد لله وليقل له أخوه أو صاحبه: يرحمك الله فإذا قال له: يرحمك الله فليقل: يهديكم الله ويصلح بالكم
তাহকীক: