ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৩৫১
রৌপ্যের আংটি বৈধ, লোহা, পিতল বা স্বর্ণের আংটি নয়
(২৩৫১) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি স্বর্ণের আংটি থেকে নিষেধ করেছেন।
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه نهى عن خاتم الذهب.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৩৫২
রৌপ্যের আংটি বৈধ, লোহা, পিতল বা স্বর্ণের আংটি নয়
(২৩৫২) বুরাইদা রা. বলেন, একব্যক্তি একটি লোহার আংটি পরিহিত অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে। তখন তিনি বলেন, কী ব্যাপার, আমি তোমার দেহে জাহান্নামবাসীদের অলঙ্কার দেখছি কেন? লোকটি পরে পিতলের আংটি পরিহিত অবস্থায় আগমন করে। তখন তিনি বলেন, কী ব্যাপার, আমি তোমার থেকে মূর্তির গন্ধ পাচ্ছি কেন? লোকটি পরে স্বর্ণের আংটি পরিহিত অবস্থায় আগমন করে। তখন তিনি বলেন, কী ব্যাপার, আমি তোমার দেহে জান্নাতবাসীদের অলঙ্কার দেখছি কেন? তখন লোকটি বলে, আমি কী দিয়ে আংটি বানাব? তিনি বলেন, রৌপ্য দিয়ে এবং রৌপ্যের পরিমাণ এক মিসকাল (প্রায় ৫ গ্রাম) পূর্ণ করবে না।
عن بريدة رضي الله عنه قال: جاء رجل إلى النبي صلى الله عليه وسلم وعليه خاتم من حديد فقال: ما لي أرى عليك حلية أهل النار؟ ثم جاءه وعليه خاتم من صفر فقال: ما لي أجد منك ريح الأصنام؟ ثم أتاه وعليه خاتم من ذهب فقال: ما لي أرى عليك حلية أهل الجنة؟ قال: من أي شيء أتخذه؟ قال: من ورق ولا تتمه مثقالا.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৩৫৩
রৌপ্যের আংটি বৈধ, লোহা, পিতল বা স্বর্ণের আংটি নয়
(২৩৫৩) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রৌপ্য দিয়ে একটি আংটি তৈরী করেন, আংটিতে খোদায় করা ছিল: 'মুহাম্মাদ আল্লাহর রাসূল'।
عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم اتخذ خاتما من فضة نقشه محمد رسول الله... فإني لأرى بريقه في خنصره... وكان فصه حبشيا.

তাহকীক:
তাহকীক চলমান