ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৩৪৯
পাদুকা ব্যবহার করা
(২৩৪৯) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন পাদুকা পরিধান করে তখন যেন সে ডান থেকে শুরু করে। আর যখন সে তা খোলে তখন যেন সে বাম থেকে শুরু করে। যেন ডান পা প্রথমে পরিহিত এবং শেষে অনাবৃত হয়।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا انتعل أحدكم فليبدأ باليمين وإذا نزع فليبدأ بالشمال ليكن اليمنى أولهما تنعل وآخرهما تنزع.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:২৩৫০
পাদুকা ব্যবহার করা
(২৩৫০) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যেন একটি পাদুকা ব্যবহার করে না হাটে। সে উভয় পাদুকা পা থেকে খুলে নেবে, অথবা সে উভয় পাদুকা পরিধান করবে।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: لا يمش أحدكم في نعل واحدة ليحفهما جميعا أو لينعلهما جميعا.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান