ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৭ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৩৪০
রেশম ও মিশ্রিত রেশমের কী কী পোশাক বৈধ
(২৩৪০) উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রেশম পরিধান করতে নিষেধ করেছেন, কিন্তু দুই আঙুল, তিন আঙুল বা চার আঙুল পরিমাণ স্থান (পোশাকের মধ্যে এইরূপ সামান্য পরিমাণ স্থান রেশমের তৈরী হলে তা পরিধান করার অনুমতি দিয়েছেন)।
عن عمر رضي الله عنه قال: نهى نبي الله صلى الله عليه وسلم عن لبس الحرير إلا موضع إصبعين أو ثلاث أو أربع.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৩৪১
রেশম ও মিশ্রিত রেশমের কী কী পোশাক বৈধ
(২৩৪১) উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রেশম থেকে নিষেধ করেছেন, শুধু এতটুকু ছাড়া, একথা বলে তিনি বৃদ্ধাঙ্গুলির পাশের দুইটি আঙ্গুলি দিয়ে ইশারা করলেন।
عن عمر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم نهى الحرير إلا هكذا وأشار بإصبعيه اللتين تليان الإبهام.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৩৪২
রেশম ও মিশ্রিত রেশমের কী কী পোশাক বৈধ
(২৩৪২) তাবিয়ি ইকরিমা বলেন, ইবন আব্বাস রা. সুতো ও রেশম উভয়ের মিশ্রণে বানানো ‘রেশমি কাপড় পরিধান করতেন। তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, শুধু বিশুদ্ধ রেশম নিষিদ্ধ।
عن عكرمة قال: كان ابن عباس رضي الله عنه يلبس الخز فقيل له فقال: إنما نهي عن المصمت.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৩৪৩
রেশম ও মিশ্রিত রেশমের কী কী পোশাক বৈধ
(২৩৪৩) তাবিয়ি যুরারা ইবন আওফা বলেন, আমি দেখেছি যে, ইমরান ইবন হুসাইন রা. সুতো ও রেশম উভয়ের মিশ্রণে বানানো রেশমি কাপড় পরিধান করে ছিলেন।
عن زرارة بن أوفى قال: رأيت عمران بن حصين رضي الله عنه يلبس الخز .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৩৪৪
রেশম ও মিশ্রিত রেশমের কী কী পোশাক বৈধ
(২৩৪৪) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নির্ভেজাল রেশমের কাপড় নিষেধ করেছেন। তবে রেশমের বুটি বা কারুকার্য এবং রেশমের সুতো ব্যবহার করলে অসুবিধা নেই।
عن ابن عباس رضي الله عنهما قال: إنما نهى رسول الله صلى الله عليه وسلم عن الثوب المصمت من الحرير فأما العلم من الحرير وسدى الثوب فلا بأس به.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৩৪৫
রেশম ও মিশ্রিত রেশমের কী কী পোশাক বৈধ
(২৩৪৫) আসমা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) এর জুব্বার (কাপড়ের উপরে পরিধান করার বড় আলখিল্লা জাতীয় পোশাক) বিষয়ে তার থেকে বর্ণিত হয়েছে যে, জুব্বাটি ছিল পারস্যের শাহি শালের তৈরী। জুব্বাটির গলায় রেশমি কিংখাব ছিল এবং হাতাদ্বয়ে রেশমি কিংখাব বা কারুকার্য করা ছিল।
عن أسماء رضي الله عنها في جبة النّبي صلى الله عليه وسلم: أنها جبة طيالسة كسروانية لها لبنة ديباج وفرجاها مكفوفان بالديباج.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৩৪৬
রেশম ও মিশ্রিত রেশমের কী কী পোশাক বৈধ
(২৩৪৬) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আব্দুর রহমান ইবন আউফ ও যুবাইর ইবনুল আওয়ামকে সফরের সময়ে রেশমি পোশাক পরিধানের অনুমতি প্রদান করেন, তাদের গায়ে চুলকানি থাকার কারণে।
عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم رخص لعبد الرحمن بن عوف والزبير في قميص الحرير (في السفر) من حكة كانت بهما.

তাহকীক:
তাহকীক চলমান
