ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩৪. কুরবানী ও আকীকা অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৩১১
রাসূলুল্লাহ (ﷺ) কীভাবে কুরবানী দিয়েছেন এবং জবাইয়ের সময় কী বলবে
(২৩১১) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দুইটি সাদার সাথে কালো মেশানো দৃষ্টিনন্দন শিং-ওয়ালা পুরুষ মেষ কুরবানী করেন । তিনি নিজে হাতে পশুদ্বয় জবাই করেন এবং আল্লাহর নাম নেন ও তাকবীর বলেন । এবং তিনি তাঁর পা পশুদ্বয়ের ঘাড়ের উপরে রাখেন।
عن أنس رضي الله عنه قال: ضحى النّبي صلى الله عليه وسلم بكبشين أملحين أقرنين ذبحهما بيده وسمى وكبر ووضع رجله على صفاحهما.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৩১২
রাসূলুল্লাহ (ﷺ) কীভাবে কুরবানী দিয়েছেন এবং জবাইয়ের সময় কী বলবে
(২৩১২) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নির্দেশ দেন, সাদার সাথে কালো মেশানো কালোয় হাটে, কালোয় শয়ন করে এবং কালোয় দেখে (পা, পেট ও চক্ষু কালো) একটি পুরুষ মেষ সংগ্রহ করার। তাঁর নির্দেশমতো মেষ আনয়ন করা হলে তিনি তা কুরবানী দেন। তিনি তাঁকে বলেন, আয়িশা, তুমি আমাকে ছুরি দাও। অতঃপর তিনি বলেন, তুমি পাথরের সাথে ছুরিটি ধার দেও। আমি তাঁর নির্দেশমতো তা করি। অতঃপর তিনি ছুরিটি গ্রহণ করেন এবং মেষটি নিয়ে শোওয়ান। অতঃপর তিনি তাকে জবাই করেন এবং বলেন, 'বিসমিল্লাহ, হে আল্লাহ আপনি মুহাম্মাদ, মুহাম্মাদের পরিবার-বংশধর ও মুহাম্মাদের উম্মাতের পক্ষ থেকে কবুল করুন'।
عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم أمر بكبش أقرن يطأ في سواد ويبرك في سواد وينظر في سواد فأتي به ليضحي به فقال لها: يا عائشة هلمي المدية ثم قال: إشحذيها بحجر ففعلت: ثم أخذها وأخذ الكبش فأضجعه ثم ذبحه ثم قال: باسم الله اللهم تقبل من محمد وآل محمد ومن أمة محمد.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৩১৩
রাসূলুল্লাহ (ﷺ) কীভাবে কুরবানী দিয়েছেন এবং জবাইয়ের সময় কী বলবে
(২৩১৩) আয়িশা রা. ও আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন কুরবানী দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতেন তখন তিনি দুটি মোটাসোটা বিশালাকৃতির সাদার সাথে কালো রং মিশ্রিত কাটান দেওয়া পুরুষ মেষ ক্রয় করতেন।
عن عائشة أو عن أبي هريرة رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان إذا أراد أن يضحي اشترى كبشين عظيمين سمينين أقرنين أملحين موجوءين.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৩১৪
রাসূলুল্লাহ (ﷺ) কীভাবে কুরবানী দিয়েছেন এবং জবাইয়ের সময় কী বলবে
(২৩১৪) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জবাইয়ের দিনে (কুরবানীর দিনে) সাদার সাথে কালো রং মিশ্রিত শিংওয়ালা কাটান দেওয়া দুইটি পুরুষ মেষ জবাই করলেন। যখন তিনি মেষ দুটিকে কেবলামুখি করলেন তখন বললেন, 'নিশ্চয় আমি তাঁর দিকে মুখ ফিরাচ্ছি যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, ইবরাহীমের ধর্মের উপরে একনিষ্ঠভাবে, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। নিশ্চয় আমার সালাত, আমার ইবাদত-উৎসর্গ, আমার জীবন ও আমার মরণ জগতসমূহের পালনকর্তা আল্লাহর জন্য, তাঁর কোনো শরীক নেই এবং এজন্যই আমি আদিষ্ট হয়েছি এবং আমি আত্মসমর্পণকারীগণের অন্তর্ভুক্ত। হে আল্লাহ, আপনার পক্ষ থেকে এবং আপনারই জন্য, মুহাম্মাদ ও তাঁর উম্মাতের পক্ষ থেকে, আল্লাহর নামে এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ'। অতঃপর তিনি জবাই করেন।
عن جابر رضي الله عنه قال: ذبح النّبي صلى الله عليه وسلم يوم الذبح كبشين أقرنين أملحين موجوءين فلما وجههما قال: إني وجهت وجهي للذي فطر السموات والأرض على ملة إبراهيم حنيفا وما انا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين اللهم منك ولك وعن محمد وأمته باسم الله والله أكبر ثم ذبح.

তাহকীক:
তাহকীক চলমান