ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৪. কুরবানী ও আকীকা অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৩০৯
কয়দিন পর্যন্ত কুরবানী দেওয়া যাবে
(২৩০৯) ইবন উমার রা বলেন, কুরবানীর দিনের পরে দুইদিন কুরবানী চলবে। মালিক সনদবিহীনভাবে উল্লেখ করেছেন যে, আলী রা. অনুরূপ মত প্রকাশ করেছেন বলে তিনি শুনেছেন।
عن ابن عمر رضي الله عنهما أنه قال: الأضحى يومان بعد يوم الأضحى... بلغه عن علي بن أبي طالب مثل ذلك.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৩১০
কয়দিন পর্যন্ত কুরবানী দেওয়া যাবে
(২৩১০) জুবাইর ইবন মুতয়িম রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আইয়ামুত তাশরীক বা কুরবানীর ঈদের পরের তিন দিনের সকল দিনেই কুরবানী করা যাবে।
عن جبير بن مطعم رضي الله عنه مرفوعا: كل أيام التشريق ذبح
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান