ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৩. জবাইয়ের নিয়মাবলি - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২২৮৭
আহলে কিতাব (ইয়াহুদি-খ্রিস্টান)-দের পাত্রে আহার করা
(২২৮৭) আবু সা'লাবা খুশানি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেন, তুমি উল্লেখ করেছ যে, তুমি আহলে কিতাব বা ইয়াহুদি-খ্রিস্টানদের এলাকায় বসবাস কর এবং তাদের পাত্রে খাও। যদি তোমরা তাদের পাত্র ছাড়া অন্য পাত্র পাও তবে তাদের পাত্রে খাওয়া-দাওয়া করবে না। আর যদি অন্য পাত্র না পাও তবে তাদের পাত্র নিয়ে ধৌত করবে এবং তাতে খাওয়া দাওয়া করবে।
عن أبي ثعلبة الخشني رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: أما ما ذكرت أنك بأرض قوم أهل الكتاب تأكل في آنيتهم فإن وجدتم غير أنيتهم فلا تأكلوا فيها وإن لم تجدوا فاغسلوها ثم كلوا فيها.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান