ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৩. জবাইয়ের নিয়মাবলি - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২২৮৬
অগ্নি উপাসকগণ ছাগলের দুধ থেকে যে পনির তৈরী করে তা বৈধ
(২২৮৬) ইবন উমার রা. থেকে বর্ণিত, একব্যক্তি তাকে পনির সম্পর্কে জিজ্ঞাসা করে। তিনি বলেন, পনির কী? ওই ব্যক্তি বলে, অগ্নি উপাসকগণ ছাগির দুগ্ধ থেকে তা তৈরী করে তিনি বলেন, তুমি আল্লাহর নাম স্মরণ করবে এবং তা ভক্ষণ করবে।
عن ابن عمر رضي الله عنهما: أن سائلا سأله عن الجبن فقال: ما الجبن؟ قال: شيء يصنعه المجوس من ألبان المعز فقال: أذكر اسم الله تعالى وكل.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান