ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৩. জবাইয়ের নিয়মাবলি - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২২৮৩
মাছ, ফড়িং, কলিজা ও প্লিহা বৈধ
(২২৮৩) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমাদের জন্য দুইটি মৃত প্রাণি ও দুইটি রক্ত বৈধ করা হয়েছে। মৃত প্রাণিদ্বয় হল: মাছ ও ফড়িং। আর রক্তদ্বয় হল: কলিজা ও প্লিহা।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: أحلت لنا ميتتان ودمان فأما الميتتان: فالحوت والجراد وأمّا الدمان: فالكبد والطحال.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান