ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৩. জবাইয়ের নিয়মাবলি - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২২৮১
খরগোশ ও বন্যগাধা বৈধ
(২২৮১) আনাস ইবন মালিক রা. আবু কাতাদা রার খরগোশ শিকারের কাহিনী বর্ণনা প্রসঙ্গে বলেন, তখন তিনি খরগোশটি জবাই করেন এবং তার রানটিকে নবী (ﷺ) এর নিকট প্রেরণ করেন । তিনি তা কবুল করেন।
عن أنس في قصة أبي قتادة رضي الله عنهما في صيد الأرنب قال: فذبحها فبعث بوركيها إلى النّبي صلى الله عليه وسلم فقبلها.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২২৮২
খরগোশ ও বন্যগাধা বৈধ
(২২৮২) আবু কাতাদা রা. থেকে বর্ণিত, বন্যগাধা শিকার করার ঘটনার বর্ণনায় তিনি বলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) উক্ত বন্যগাধার রানটি কবুল করেন এবং তা ভক্ষণ করেন।
عن أبي قتادة رضي الله عنه في قصة الحمار الوحشي: فأخذها رسول الله صلى الله عليه وسلم فأكلها... فقال للقوم: كلوا.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান