ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৩. জবাইয়ের নিয়মাবলি - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২২৫১
কোনো মুসলিম যদি জবাইয়ের সময় আল্লাহর নাম নিতে ভুলে যান
(২২৫১) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুসলিমের জন্য তার নামই যথেষ্ট। যদি সে জবাইয়ের সময় আল্লাহর নাম নিতে ভুলে যায়, তবে সে যেন আল্লাহর নাম যিকির করে অতঃপর ভক্ষণ করে।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: المسلم يكفيه اسمه فإن نسي أن يسمي حين يذبح فليسم وليذكر اسم الله ثم ليأكل
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২২৫২
কোনো মুসলিম যদি জবাইয়ের সময় আল্লাহর নাম নিতে ভুলে যান
(২২৫২) সাল্‌ত নামক একজন তাবিয়ি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুসলিমের জবাইকৃত পশু হালাল, সে আল্লাহর নাম যিকির করুক অথবা নাই করুক।
عن الصلت مرفوعا: ذبيحة المسلم حلال ذكر اسم الله أو لم يذكر
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:২২৫৩
কোনো মুসলিম যদি জবাইয়ের সময় আল্লাহর নাম নিতে ভুলে যান
(২২৫৩) আয়িশা রা. বলেন, কিছু মানুষ নবী (ﷺ) কে বলেন, কিছু মানুষ আমাদের কাছে গোশত নিয়ে আসেন, আমরা জানি না তা জবাইয়ে সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে কি না । তখন তিনি বলেন, তোমরা তার উপরে আল্লাহর নাম নেবে এবং তা ভক্ষণ করবে। আয়িশা (রাযিঃ) বলেন, এরা অল্প কিছু দিন আগে কুফরি ত্যাগ করে।
عن عائشة رضي الله عنها: أن قوما قالوا للنبي صلى الله عليه وسلم: إن قوما يأتونا باللحم لا ندري أذكر اسم الله عليه أم لا؟ فقال: سموا عليه أنتم وكلوه قالت: وكانوا حديثي عهد بالكفر.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা