ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩৩. জবাইয়ের নিয়মাবলি - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২২৫০
ইয়াহুদি-খ্রিস্টান ছাড়া অন্য কোনো মুশরিক, অগ্নি-উপাসক বা অমুসলিম সম্প্রদায়ের জবাইকৃত পশু হালাল নয়
(২২৫০) আলী রা.র পৌত্র তাবিয়ি হাসান ইবন মুহাম্মাদ ইবন আলী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বাহরাইন বা আরব উপদ্বীপের পূর্বাংশে বসবাসকারী অগ্নি-উপাসক সম্প্রদায়ের কাছে চিঠি লিখে তাদেরকে ইসলামের দাওয়াত প্রদান করেন । তাদের মধ্য থেকে যারা ইসলাম গ্রহণ করে তাদের তিনি গ্রহণ করেন । আর যারা ইসলাম গ্রহণ করল না তাদের জন্য জিযইয়া প্রদানের বিধান দেন এই শর্তে যে, তাদের কোনো নারীকে বিবাহ করা যাবে না এবং তাদের জবাইকৃত কোনো পশুর মাংস ভক্ষণ করা যাবে না।
عن الحسن بن محمد بن علي أن النبي صلى الله عليه وسلم كتب إلى مجوس هجر يعرض عليهم الإسلام فمن أسلم قبل منه ومن لم يسلم ضربت عليه الجزية غير ناكحي نسائهم ولا آكلي ذبائحهم.

তাহকীক:
তাহকীক চলমান