ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩২. ভাগচাষ ও বর্গাপ্রথার মাসাঈল - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২২৪৭
বর্গাপ্রথার নিষেধাজ্ঞার ব্যাখ্যা
(২২৪৭) তাবিয়ি আতা ইবন আবী রাবাহ বলেন, জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফসলের বিনিময়ে জমি চাষ করতে দিতে, গাছের পাকা খেজুরের বিনিময়ে শুকনো খুরমা ওযনে বিক্রয় করতে এবং জমিতে শিষের ফসলের বিনিময়ে খাদ্য শস্য ওযনে বিক্রয় করতে নিষেধ করেছেন । তাবিয়ি আতা বলেন, ফসলের বিনিময়ে জমি চাষের ব্যাখ্যায় জাবির রা. বলেন, এর অর্থ হল, কেউ তার সাদা জমি অন্যকে প্রদান করবে । গ্রহীতা নিজ খরচে জমি চাষ করবে। এরপর জমির মালিক ফসল গ্রহণ করবে।
عن عطاء عن جابر بن عبد الله رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم نهى عن المخابرة والمحاقلة والمزابنة... قال عطاء: فسر لنا جابر قال أما المخابرة فالأرض البيضاء يدفعها الرجل إلى الرجل فينفق فيها ثم يأخذ من الثمر.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা