ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩১. অগ্রক্রয়াধিকার - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২২৪১
তাৎক্ষণিক দাবিদারই অগ্রক্রয়াধিকার লাভ করবেন
(২২৪১) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অগ্রক্রয়াধিকার রশির বাধন খোলার মতো (দ্রুত নিষ্পত্তি করতে হবে)।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: الشفعة كحل العقال.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২২৪২
তাৎক্ষণিক দাবিদারই অগ্রক্রয়াধিকার লাভ করবেন
(২২৪২) তাবিয়ি বিচারপতি শুরাইহ বলেন, অগ্রক্রয়াধিকার শুধু সেই পাবে যে লাফিয়ে (তাৎক্ষণিকভাবে) তা দাবি করবে।
عن شريح : إنما الشفعة لمن واثبها

তাহকীক:
তাহকীক চলমান