ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩০. জবরদখল, ছিনতাই সম্পর্কে - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২২৩১
কোনো জমি দখল করে তাতে বৃক্ষরোপণ করা
(২২৩১) তাবিয়ি উরওয়া তার পিতা যুবাইর রা. থেকে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ কোনো মালিকানাবিহীন পরিত্যক্ত জমি চাষ করে তবে সে উক্ত জমির মালিকানা লাভ করবে। আর যালিমের মূলের (অন্যের জমিতে যুলুম করে লাগানো বা বানানো গাছপালা বা স্থাপনার ) কোনো অধিকার নেই । আমাকে যিনি এই হাদীসটি বলেছেন, তিনি বলেছেন যে, দুইব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বিচার প্রার্থনা করে। একজন অন্যের জমিতে কিছু খেজুর গাছ লাগিয়েছিল। রাসূলুল্লাহ (ﷺ) জমির মালিককে জমি ফেরত প্রদান করেন এবং খেজুর গাছের মালিককে তার খেজুর গাছ কেটে নিয়ে যেতে নির্দেশ দেন। তিনি বলেন, আমি দেখেছিলাম যে, খেজুরের গাছগুলোকে মূল থেকে কুড়াল দিয়ে কেটে ফেলা হচ্ছে।
عن عروة عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم قال: من أحيا أرضا ميتة فهي له وليس لعرق ظالم حق وقال لقد خبرني الذي حدثني هذا الحديث أن رجلين اختصما إلى رسول الله صلى الله عليه وسلم غرس أحدهما نخلا في أرض الآخر فقضى لصاحب الأرض بأرضه وأمر صاحب النخل أن يخرج نخله منها قال فلقد رأيتها وإنّها لتضرب أصولها بالفؤوس.

তাহকীক:
তাহকীক চলমান