ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩০. জবরদখল, ছিনতাই সম্পর্কে - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২২৩০
বীজদাতা উৎপন্ন ফসল লাভ করবে
(২২৩০) তাবিয়ি মুজাহিদ বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে চারব্যক্তি শরীক হন । একজন বলেন, আমি বীজ দেব, দ্বিতীয়জন বলেন, আমি শ্রম দেব, তৃতীয়জন বলেন, আমি জমি দেব এবং চতুর্থ ব্যক্তি বলেন, আমি লাঙল দেব। এভাবে তারা চাষাবাদ করে ফসল কাটার পরে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করেন তখন রাসূলুল্লাহ (ﷺ) রায় দেন যে, বীজ দাতা উক্ত ফসলের মালিকানা লাভ করবে, শ্রম দাতা সুনির্ধারিত পারিশ্রমিক লাভ করবে এবং লাঙল দাতা প্রতিদিন এক দিরহাম করে পাবে। তিনি জমিকে এর মধ্য থেকে বাদ দিয়ে দেন।
عن مجاهد قال: إشترك أربعة نفر على عهد رسول الله صلى الله عليه وسلم فقال أحدهم علي البذر وقال الآخر على العمل وقال الآخر على الأرض وقال الآخر علي الفدان فزرعوا ثم حصدوا ثم أتوا النّبي صلى الله عليه وسلم فجعل الزرع لصاحب البذر وجعل لصاحب العمل أجرا وجعل لصاحب الفدان درهما في كل يوم وألغى الأرض في ذلك.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান